বৃহস্পতিবার সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে শক্তিশালী কুয়েতের বিপক্ষে খেলতে নেমেছিল ব্লু-টাইগার্স। সম্পূর্ণ সময়ের শেষে একেবারে গোলশূন্য থেকেছে ম্যাচের ফলাফল। তাই ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা অনেকটাই কমে গেছে ভারতীয় ফুটবল (Indian football) দলের।
পরবর্তীতে শক্তিশালী কাতারের বিপক্ষে লড়াই করতে হবে গুরপ্রীতদের। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সুনীল ছেত্রীর অনুপস্থিতি যথেষ্ট প্রভাব ফেলবে দলের পারফরম্যান্সে। তাই এই ম্যাচ নিয়ে চিন্তায় সকলে। কুয়েত ম্যাচে একাধিকবার গোলের সুযোগ উঠে আসলেও তা ফিনিশ করা সম্ভব হয়নি ভারতীয় দলের ফুটবলারদের।
নাহলে অনায়াসেই তিন পয়েন্ট ছিনিয়ে নিতে পারতো ইগর স্টিমাচের ছেলেরা। কিন্তু তা সম্ভব হয়নি। এবার কাতার ম্যাচের আগে ফুটবলারদের খেলানো নিয়ে যথেষ্ট বেশি সাবধানী ভারতীয় দলের কোচ। তাই কুয়েত ম্যাচের পর নিজেদের স্কোয়াড থেকে তিনজন ফুটবলারদের বিদায় জানালেন স্টিমাচ। যাদের মধ্যে রয়েছেন মোহনবাগান অধিনায়ক শুভাশীষ বসু থেকে শুরু করে ইস্টবেঙ্গল দলের তরুণ ফুটবলার লালচুংনুঙ্গা এবং অময় রানওয়াডে। আজ ঘন্টা কয়েক আগেই জানানো হয়েছে সেই বিষয়টি। যা নিঃসন্দেহে হতাশ করেছে বাংলার ফুটবল প্রেমীদের।
অর্থাৎ বাকি ফুটবলারদের নিয়েই এবার কাতার বধের কষবেন ভারতীয় দলের হেডকোচ। তবে ফুটবল বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে একাধিক বিষয়ের দিকে নজর রাখতে হবে ব্লু-টাইগার্সদের। নিজেদের ম্যাচের পাশাপাশি আফগানিস্তান-কুয়েত ম্যাচের দিকে ও নজর থাকবে তাদের।