অনূর্ধ্ব ২৩ এফসি ও এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য স্কোয়াড ঘোষণা

আগামী ২০২৪ সালে কাতারের মাটিতে আয়োজিত হতে চলেছে অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপ টুর্নামেন্ট। অন্যান্য দেশগুলোর মতো এবার সেখানে ও সুযোগ করে নিতে মরিয়া ভারতীয় ফুটবল দল।

U23 Football

আগামী ২০২৪ সালে কাতারের মাটিতে আয়োজিত হতে চলেছে অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপ টুর্নামেন্ট। অন্যান্য দেশগুলোর মতো এবার সেখানে ও সুযোগ করে নিতে মরিয়া ভারতীয় ফুটবল দল। তবে এক্ষেত্রে অতিক্রম করতে হবে কোয়ালিফায়ার রাউন্ড। যেখানে এবারের এই টুর্নামেন্টের “জি” গ্রুপে স্থান করে নিয়েছে ভারত। যারফলে, তাদের মোকাবিলা করতে হবে সংযুক্ত আরব আমিরশাহী, থেকে শুরু করে চীন ও মালদ্বীপের মতো দেশগুলির সাথে।

গত মে মাসের মাঝামাঝি সময় কুয়ালালামপুরে অবস্থিত এএফসির সদর দফতর থেকে আয়োজিত হয়েছিল এই গোটা টুর্নামেন্টটির আনুষ্ঠানিক ড্র। সেই অনুপাতে এই সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে চীনে অনুষ্ঠিত হতে চলেছে গ্রুপ জি এর ম্যাচ গুলি। এক্ষেত্রে কোয়ালিফায়ারের ক্ষেত্রে অংশ নেবে মোট ৪৩ টি দল। যাদের সকলকে ভাগ করা হয়েছে মোট ১১টি গ্রুপে। তারমধ্যে আবার ১০ টি গ্রুপে রয়েছে ৪টি করে দল ও একটি মাত্র গ্রুপে রয়েছে ৩টি করে দল।

   

সেই সমস্ত কিছু মাথায় রেখে আজ নিজেদের সম্পূর্ণ স্কোয়াড ঘোষণা করে ভারতীয় ফুটবল দল। সেইমতো দলের হেডকোচ ক্লিফোর্ড মিরান্ডার তত্ত্বাবধানে দলের গোলরক্ষক হিসেবে থাকছেন আর্শ আনোয়ার, ঋত্বিক তিওয়ারী, ও প্রভসুখন গিল। পাশাপাশি দলের রক্ষনভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন নরেন্দর গেহলট, হরমিপাম রুইভা,বিকাশ, সঞ্জীব, সুমিত রাঠি, জিতেন্দ্র সিং ও আবদুল রাভি।

সেইসাথে ভারতীয় দলের হয়ে মাঝমাঠের দখল নেওয়ার জন্য থাকছেন থৈবা সিং, নামতে, জিতেশ্বর সিং, আয়ুশ দেব, ভিবিন মোহানন, ব্রিশন, অমরজিৎ সিং। সেইসাথে দলের আক্রমণভাগে ঝড় তোলার জন্য থাকছেন যথাক্রমে, সৌরভ কে, পার্থিব গোগোই,রোহিত দানু, শিবশক্তি নারায়ন, নিনথোই, সুহেল আবদুল ভাট। এবার এই নয়া প্রতিভাদের দিকেই তাকিয়ে সকলে।