East Bengal: বার্সেলোনার লা মাসিয়ার দর্শনে ইস্টবেঙ্গলকে সাজাচ্ছেন কুয়াদ্রত!

Advertisements ২০২৩ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে ইস্টবেঙ্গলের (East Bengal) প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat) তাঁর পরিকল্পনা মতো চলার চেষ্টা করেছেন। তাঁর কোচিংয়েই ট্রফি…

east bengal Carles Cuadrat

Advertisements

২০২৩ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে ইস্টবেঙ্গলের (East Bengal) প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat) তাঁর পরিকল্পনা মতো চলার চেষ্টা করেছেন। তাঁর কোচিংয়েই ট্রফি খরা কেটেছে ইস্টবেঙ্গলের। সুপার কাপ এসেছে ক্লাবে। তিনি গত মরসুমে নন্দকুমার, প্রভসুখন গিল, সাউল, নিশু কুমার এবং হিজাজি মাহেরের মতো খেলোয়াড়দের সঙ্গে কাজ করেছিলেন। ক্লাবের সঙ্গে নওরেম মহেশের চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। ফলে ইস্টবেঙ্গলের কাছে এই মুহূর্তে রয়েছে একটি ‘কোর টিম’।

   

কার্লেস কুয়াদ্রাত একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘আমাদের হাতে একটি মূল দল থাকার ফলে কিছুটা সুবিধা নিয়েই আসন্ন মরসুম শুরু করবো। এবং এটা অবশ্যই আমাদের জন্য ইতিবাচক দিক হবে।’

East Bengal: এই ৩ ফুটবলার ইস্টবেঙ্গলের জন্য হতে পারতেন উপযুক্ত

বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমি থেকে উত্থান কুয়াদ্রাতের। ফলে ইস্টবেঙ্গলের বর্তমান কোচের মধ্যে রয়েছে লা মাসিয়ার দর্শন। ইস্টবেঙ্গলের দল গঠনের মধ্যেও তার ছাপ পড়তে শুরু করেছে বলে মনে করা হচ্ছে।

কুয়াদ্রাত এক সাক্ষাৎকারে বলেছেন, ‘হ্যাঁ, এটা আমার ক্রীড়া সংস্কৃতির একটা বড় দিক। লা মাসিয়া আপনাকে বুঝতে সাহায্য করে যে তরুণ প্রতিভারা কতটা গুরুত্বপূর্ণ। সুযোগ অবশ্যই সঠিক সময়ে দিতে হবে।’

Advertisements

East Bengal: মোহনবাগানের প্রাক্তন ফুটবলারকে নেওয়ার দৌড়ে ইস্টবেঙ্গল!

তিনি আরও বলেছেন, ‘আমি সব সময় তরুণ খেলোয়াড়দের সমর্থন করতে পছন্দ করি। তারা কঠোর পরিশ্রম করে এবং ভাল পেশাদার কেরিয়ার গড়ার ক্ষেত্রে উৎসাহী হয়। আমার অধীনেই রোশন সিং, সুরেশ (ওয়াংজাম), নিশু কুমার এবং রাহুল ভেকের মতো খেলোয়াড়রা জাতীয় দলে জায়গা করে নিয়েছিল। আমার অধীনেই সুখান, গুরসিমরত এবং অজয়ের (ছেত্রী) মতো খেলোয়াড়দের আইএসএলে অভিষেক হয়েছিল।’