East Bengal: এই ৩ ফুটবলার ইস্টবেঙ্গলের জন্য হতে পারতেন উপযুক্ত

আইএসএল ২০২৩-২৪ লিগ ক্রম তালিকার নবম স্থানে শেষ করেছিল ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। কার্লেস কুয়াদ্রাতের কোচিংয়ে সুপার কাপ জিতলেও ক্লাবের আইএসএল পারফরম্যান্স আশাব্যঞ্জক নয়। সামনের…

connor chapman east bengal

আইএসএল ২০২৩-২৪ লিগ ক্রম তালিকার নবম স্থানে শেষ করেছিল ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। কার্লেস কুয়াদ্রাতের কোচিংয়ে সুপার কাপ জিতলেও ক্লাবের আইএসএল পারফরম্যান্স আশাব্যঞ্জক নয়। সামনের মরসুমের কথা ভেবে দল গঠনের কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল।

   

জল্পনা অনুযায়ী, কলকাতার অন্যতম এই প্রধান ক্লাব ইতিমধ্যে মাদিহ তালাল, মার্ক জোথানপুইয়া, ডেভিড লালহ্লানসাঙ্গা, দেবজিৎ মজুমদার এবং প্রভাত লাকরার মতো খেলোয়াড়দের নিশ্চিত করেছে। দিমিত্রিওস দিয়ামান্তাকোসের সই-ও হয়তো নিশ্চিত করবে ক্লাব। তবে ভারতীয় ফুটবলে এমন অনেক ফুটবলার রয়েছেন যারা ইস্টবেঙ্গলের জন্য কার্যকর প্রমাণিত হতে পারেন। এমন তিনজন ফুটবলারের নাম তুলে ধরা হল এই প্রতিবেদনে।

East Bengal: মোহনবাগানের প্রাক্তন ফুটবলারকে নেওয়ার দৌড়ে ইস্টবেঙ্গল!

রাহুল ভেকে- শুধুমাত্র আইএসএল ২০২৩-২৪-এ কার্লেস কুয়াদ্রাত মরসুমে নিশু কুমার, হরমনজ্যোত সিং খাবরা, জোসে আন্তোনিও পার্দো এবং মন্দার রাও দেশাই সহ ছয়জন রাইট-ব্যাক বিকল্প নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন। তাই সেই দিক থেকে দলকে স্থিতিশীল করতে চাইবে কল্ব ম্যানেজমেন্ট। এই মুহূর্তে দেশের অন্যতম ধারাবাধিক ও সেরা সাইড ব্যাক নিঃসন্দেহে রাহুল ভেকে।

ভিবিন মোহনন- কেরালা ব্লাস্টার্সের হয়ে ফ্রেডি লাল্লাওমাওমার সঙ্গে মিডফিল্ডে ছিলেন ২১ বছর বয়সী ভিবিন মোহনন। ৮৬ শতাংশ ক্ষেত্রে নির্ভুল পাস বাড়িয়ে ভিবিন তাঁর দক্ষতা তুলে ধরেছেন। মাঝমাঠে এমন একজন ফুটবলারকে পেলে ইস্টবেঙ্গলের সমস্যা অনেকটা দূর হতে পারতো।

Subha Ghosh: নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি শুভ ঘোষ

কনর চ্যাপম্যান- ২৯ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান তারকা মেলবোর্ন ভিক্টোরির হয়ে এ-লিগে খেললেও জুনে তার চুক্তির মেয়াদ শেষ হবে। তিনি লিগ পর্যায়ে ১৫টি স্টার্টিং সহ ২৫ টি ম্যাচে অংশ নিয়েছিলেন তিনি। একটি গোল করেছিলেন এবং একটি গোল করিয়েছিলেন। চ্যাপম্যান শুধু ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেই নন, সেন্টার-ব্যাক এমনকি রাইট-ব্যাক হিসেবেও খেলতে পারেন।