Mohun Bagan: ভারতীয় ফুটবলার সই করানোর ক্ষেত্রে মোহনবাগানের ধীরে চলো নীতি

ভারতীয় ফুটবলার নিশ্চিত করার ক্ষেত্রে এখনই তাড়াহুড়ো না-ও করতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। কারণ, তাদের ভারতীয় ব্রিগেড এমনিতেই শক্তিশালী। মোহনবাগানের রিজার্ভ দল গত…

Mohun Bagan

ভারতীয় ফুটবলার নিশ্চিত করার ক্ষেত্রে এখনই তাড়াহুড়ো না-ও করতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। কারণ, তাদের ভারতীয় ব্রিগেড এমনিতেই শক্তিশালী। মোহনবাগানের রিজার্ভ দল গত মরসুমে নজরকাড়া পারফরম্যান্স করেছিল।

   

ISL-এর আরো এক ক্লাবে হতে পারে কোচ বদল

রিজার্ভ দলের একাধিক জুনিয়র ফুটবলার ইন্ডিয়ান সুপার লিগের দলের হয়ে খেলেছেন। দীপেন্দু বিশ্বাসের সঙ্গে সম্প্রতি চুক্তির মেয়াদ বাড়িয়ে নিয়েছে ক্লাব। সিনিয়র ফুটবলারদের পাশাপাশি জুনিয়র ফুটবলাররা দলকে নির্ভরতা জুগিয়েছে। আসন্ন মরসুমের শুরুর দিকেও তরুণ ভারতীয় ফুটবলারদের ওপর ক্লাব আস্থা রাখতে পারে। গতবারের মতো এবারেও হয়তো ডুরান্ড কাপ দিয়ে মরসুম শুরু হবে। থাকছে কলকাতা ফুটবল লিগ।

এই দুই প্রতিযোগিতায় উঠতি খেলোয়াড়দের খেলানর ব্যাপারে বেশি জোর দিতে পারে ক্লাব। ২০২৩-২৪ মরসুমেও ক্লাব এই পন্থা বেছে নিয়েছিল। রিজার্ভ দলের ফুটবলারদের সামনে রেখে কলকাতা ফুটবল লিগ ডুরান্ড কাপের জন্য মাঠে দল নামিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। কলকাতা ফুটবল লিগে দর্শকদের চাপ যথেষ্ট থাকে।

Mohun Bagan: কলকাতা ফুটবল লিগে পুরোনো পন্থা অবলম্বন করতে পারে মোহনবাগান

বড় দলের হয়ে খেলার চাপ কোন ফুটবলার নিতে পারবেন সেটা এই লিগে অভ্যাস পাওয়া যায়। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগেও মোহনবাগানের বেশ কয়েকজন ফুটবলার ভাল খেলেছেন। তাদেরকে জাতীয় টুর্নামেন্টে বড় দলগুলোর বিরুদ্ধে পরোক্ষ করে নিতে পারবে মোহনবাগান। জুনিয়র ছেলেরা প্রত্যাশা মতো খেলতে পারলে ক্লাবের ওপর চাপ অনেকটা কমবে। এরপর প্রয়োজন অনুযায়ী, কোচের চাহিদা মতো ভারতীয় ফুটবলার সই করিয়ে নিতে পারবে ক্লাব।