ISL-এর আরো এক ক্লাবে হতে পারে কোচ বদল

ইন্ডিয়ান সুপার লিগের (ISL) আরও একটা ক্লাবে হতে পারে কোচ বদল। নতুন কোচ নিয়োগ করতে পারে পাঞ্জাব এফসি (Punjab FC)। স্কোয়াডেও হচ্ছে একাধিক বদল। আই…

Staikos Vergetis

ইন্ডিয়ান সুপার লিগের (ISL) আরও একটা ক্লাবে হতে পারে কোচ বদল। নতুন কোচ নিয়োগ করতে পারে পাঞ্জাব এফসি (Punjab FC)। স্কোয়াডেও হচ্ছে একাধিক বদল।

আই লিগ জিতে ইন্ডিয়ান সুপার লিগে জায়গা করে নিয়েছিল পাঞ্জাব এফসি। Staikos Vergetis -এর কোচিংয়ে আই লিগ জিতেছিল পাঞ্জাব এফসি। এরপর ২০২৩-২৪ মরসুমে প্রথমবারের মতো ইন্ডিয়ান সুপার লিগ খেলার সুযোগ পেয়েছিল ক্লাব।

   

Mohun Bagan: কলকাতা ফুটবল লিগে পুরোনো পন্থা অবলম্বন করতে পারে মোহনবাগান

আইএসএল-এ শুরুর দিকে বিশেষ সুবিধা করতে পারেনি ক্লাব। পরপর ম্যাচে পয়েন্ট খুইয়ে চাপে পড়েছিল পাঞ্জাব এফসি। জানুয়ারির ট্রাস্নফার উইন্ডোর পর স্কোয়াডে কিছু বদল করা হয়। তারপরেই বদলাতে শুরু করে পাঞ্জাব এফসির পারফরম্যান্স। প্লে অফে যাওয়ার দৌড়েও ছিল দল। শেষ ছয়ে থাকতে না পারলেও লিগের দ্বিতীয়ার্ধ্বে পাঞ্জাব এফসির পারফরম্যান্স ছিল যথেষ্ট আশাপ্রদ।

 

Staikos Vergetis পাঞ্জাব এফসির সমর্থকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তাঁকে সামনে রেখেই ক্লাব নতুন মরসুমে দল গঠন করবে বলে আশা করা হয়েছিল। কিন্তু এখন সেটা কতটা সম্ভব সে ব্যাপারে প্রশ্ন রয়েছে।

Mohammedan SC: মহামেডানে টাকা ঢালবেন শাহরুখ? জেনে নিন ব্যাপারটা কী

জানা গিয়েছে, ক্লাব ও কোচের মধ্যে নতুন মরসুমের চুক্তির ব্যাপারে আলোচনা হয়েছিল। কিন্তু ব্যক্তিগত বোঝাপড়ার মাধ্যমে আপাতত সেই চুক্তি বাস্তবায়ন হওয়ার থেকে দূরে রয়েছে। চুক্তির ব্যাপারে দুই পক্ষ রাজি না হলেও পাঞ্জাব এফসির সঙ্গে শেষ হবে স্টাইকসের পথ চলা. ক্লাবকে নিয়োগ করতে হবে নতুন কোচ।