Local Train Cancelled: হাওড়া শাখায় শনি-রবি বাতিল একাধিক লোকাল ট্রেন, ফের ভোগান্তির আশঙ্কা

রেলের জরুরি কাজের জন্য হাওড়া শাখায় বাতিল একাধিক ট্রেন (Local Train Cancelled)। রেল সূত্রে খবর, আজ শনিবার ও আগামী কাল রবিবার মোট চারটি লোকাল ট্রেন…

Local Trains Diverted from Sealdah South Line for 52 Hours

রেলের জরুরি কাজের জন্য হাওড়া শাখায় বাতিল একাধিক ট্রেন (Local Train Cancelled)। রেল সূত্রে খবর, আজ শনিবার ও আগামী কাল রবিবার মোট চারটি লোকাল ট্রেন বাতিল (Local Train Cancelled) থাকবে। শেওড়াফুলি স্টেশনের ডাউন মেইন লাইনে জরুরি মেরামতির কাজের জন্য ট্রেন বাতিল করা হয়েছে। এর ফলে মূলত সমস্যায় পড়বেন তারকেশ্বর-হাওড়া শাখার যাত্রীরা।

লোকাল ট্রেন চলাচলে এই বিঘ্ন ঘটার জন্য রেলের তরফে আগাম দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে এই দু’দিন যাত্রীদের বিকল্প পরিবহণ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। শনিবার রাতের শেষ আপ ও ডাউন তারকেশ্বর লোকাল এবং রবিবার ভোরের প্রথম আপ ও ডাউন তারকেশ্বর লোকাল বাতিল করা হয়েছে।

   

রেল সূত্রে জানা গিয়েছে, আজ, শনিবার বাতিল থাকবে ৩৭৩৫১ (হাওড়া-তারকেশ্বর লোকাল, রাত ১১টা ৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে), ৩৭৩৫৪ (তারকেশ্বর-হাওড়া লোকাল, রাত ১১টায় তারকেশ্বর থেকে ছাড়ে)। আগামী কাল, রবিবার বাতিল থাকবে ৩৭৩০৯ (হাওড়া-তারকেশ্বর লোকাল, ভোর ৪টে ৫৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে) এবং ৩৭৩১২ (তারকেশ্বর-হাওড়া লোকাল, ভোর ৩টে ৫০ মিনিটে তারকেশ্বর থেকে ছাড়ে)।

Weather Update: স্বস্তি দিতে সময়ের আগেই আসছে বর্ষা

রেলের আধিকারিকদের মতে, শনিবার রাতে ও রবিবার ভোরে যাত্রীদের চাপ কিছুটা কম থাকে। সেই কারণেই শনিবার রাত এবং রবিবার ভোরের একটি করে আপ এবং একটি ডাউন ট্রেন বাতিল করা হয়েছে। এর ফলে যাত্রী পরিষেবা কিছুটা ব্যাহত হলেও রেলের আধুনিকীকরণের জন্য এই কাজ অত্যন্ত প্রয়োজন।

হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনে প্রতি সপ্তাহেই শনি-রবিবার লোকাল ট্রেন বাতিলের ঘটনা নিয়মে পরিণত হয়েছে। এর আগে গত রবিবার শিয়ালদহ শাখার দমদম-ডানকুনি সেকশনে ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য দুটি লোকাল ট্রেন বাতিল করা হয়। ট্রেন দুটির নম্বর ছিল – ৩২২১১ (শিয়ালদহ থেকে) এবং ৩২২১২ (ডানকুনি থেকে)।

Local Train Cancelled: ১৫ দিনের মেগা ট্রাফিক ব্লক, বাতিল প্রচুর লোকাল ট্রেন

অবশ্য যাত্রীদের সুবিধার্থেই কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা। তাদের মতে, কাজ সমাপ্ত হলে যাত্রীরা আরও উন্নত পরিষেবা পাবেন। সেই কারণেই সপ্তাহান্তে খুব সামান্য সময়ের জন্য ব্লক নেওয়া হচ্ছে।