পানিহাটি কাউন্সিলর খুনে গ্রেফতার ২, ঝালদায় অধরা

উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অনুপম দত্ত খুনে নয়া মোড়, এবার এই ঘটনায় বারুইপুর থেকে ২ জনকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে,…

উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অনুপম দত্ত খুনে নয়া মোড়, এবার এই ঘটনায় বারুইপুর থেকে ২ জনকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে বারুইপুর থেকে গ্রেফতার করা হয় দু’‌জনকে। ধৃতদের নাম সুজিত পণ্ডিত ও প্রসেনজিৎ পণ্ডিত। মূল অভিযুক্ত অমিত পণ্ডিতকে জেরা করেই এদের নাম পাওয়া গিয়েছে।

পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত অমিত পণ্ডিতকে জেরার সময় স্বীকার করেছে যে কাউন্সিলর অনুপম দত্ত খুনে ব্যবহৃত অস্ত্র আততায়ীকে বিক্রি করে ৩ জন।

   

অন্যদিকে পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় এখনও অভিযুক্তরা অধরা। ঝালদার ঘটনা নিয়ে লোকসভায় সরব হয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি তুলেছেন। 

অধীর চৌধুরীর অভিযোগ, ‘পুরবোর্ড দখল করতে কাউন্সিলরকে খুন করা হয়েছে। শাসক দল বলেই পুলিশ সক্রিয় হয়েছে, কিন্তু ঝালদার ঘটনা বিরোধী বলে পুলিশ নিশ্চুপ।

ঝালদা শুট আউট ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়া সত্ত্বেও পুলিশ ঘটনার কিনারা খুঁজে বের করতে অক্ষম। পুলিশের ভূমিকার শুধুই মাত্র বেশ কিছু জনকে জিজ্ঞাসাবাদ করা। জেলা পুলিশ সুপার বলেন তদন্ত চলছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এদিন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মৃতের পরিবার। দাবি করা হয়েছে, পুলিশ সমস্ত বিষয়টি জানেন, দোষীদের রক্ষা করার জন্য পুলিশ রক্ষাকবচ দিচ্ছে।

ঝালদা ও পানিহাটি পুরসভার নবনির্বাচিত দুই কাউন্সিলরকে গুলি করে খুন করা হয়েছে। এই মর্মে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে স্বতপ্রণোদিত মামলা দায়েরের আবেদন জানান আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের না করলেও মামলাকারীর আবেদনে সাড়া দিয়ে জানিয়েছেন তারা মামলা দায়ের করতে পারেন, দ্রুত সেই মামলার শুনানি গ্রহণ করা হবে।