RFDL: ইস্টবেঙ্গলকে হারানোর ক্ষেত্রে যথেষ্ট আশাবাদী শঙ্করলাল, কী বলছেন তিনি?

মাত্র কিছু ঘন্টা। তারপরেই আজ রিলায়েন্স কর্তৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগের (RFDL) ফাইনাল খেলতে নামবে শক্তিশালী দুই ফুটবল ক্লাব। একদিকে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব…

Sankarlal Chakraborty

মাত্র কিছু ঘন্টা। তারপরেই আজ রিলায়েন্স কর্তৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগের (RFDL) ফাইনাল খেলতে নামবে শক্তিশালী দুই ফুটবল ক্লাব। একদিকে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব অন্যদিকে, পাঞ্জাব এফসি। বলতে গেলে, এবারের এই লড়াই যে খুব একটা সহজ হবে না তা বলাই চলে। সেমিফাইনালে একদিকে যেমন শক্তিশালী মুথূট ফুটবল অ্যাকাডেমিকে পরাজিত করে ফাইনালে উঠেছে ইস্টবেঙ্গল অন্যদিকে, গতবারের ডেভলপমেন্ট লিগ জয়ী বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে ফাইনালে উঠেছে পাঞ্জাব এফসি।

অর্থাৎ এবার এক নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে এই টুর্নামেন্ট। ইতিহাস গড়ার হাতছানি দুই দলের সামনে। আবার বলতে গেলে, বদলা নেওয়ার সুযোগ লাল-হলুদ ব্রিগেডের। আসলে এবারের আইএসএলে পাঞ্জাবের কাছে পরাজিত হয়েই চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যায় ইমামি ইস্টবেঙ্গল। সেই হতাশা এখনো রয়েছে সমর্থকদের মধ্যে।

   

দেখতে দেখতে শেষ হয়ে গিয়েছে এবারের আইএসএল। এখন নতুন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেকটি ফুটবল ক্লাব। তবে এখনো বাকি রয়ে গিয়েছে রিলায়েন্স কর্তৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগের ফাইনাল। যেখানে মুখোমুখি হতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল এবং পাঞ্জাব এফসি। নিজেদের সবটা দিয়ে জয় সুনিশ্চিত করতে চান সায়নরা।

তবে নিজেদের দলের জয় নিয়ে যথেষ্ট আশাবাদী শঙ্করলাল চক্রবর্তী। তিনি বলেন, বেঙ্গালুরু এফসির বিপক্ষে আমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ছিল। তারা গতবারের চ্যাম্পিয়ন দল ছিল। আমরা বেশ কয়েকটি গোল করার সুযোগ তৈরি করেছিলাম। যা নিঃসন্দেহে অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়েছিল ছেলেদের। তবে পরবর্তীতে ট্রাইবেকার থেকে ফাইনাল। আমি মনে করি এবারের এই ফাইনাল আমাদের ছেলেরা যথেষ্ট ভালো খেলবে। এবারের এই ট্রফি নিয়ে আসার ক্ষেত্রে আমরা যথেষ্ট আশাবাদী।