Modi VS Rahul: ‘আম্বানি আদানিদের থেকে কত টাকা তুলেছেন?’ কংগ্রেস ‘শাহজাদা’ রাহুলকে এবার প্রশ্নবাণ মোদীর!

লোকসভা ভোট ঘোষণার পর কেন আদানি-আম্বানিদের মত প্রখ্যাত শিল্পপতিদের নিয়ে নীরব কংগ্রেস ‘শাহজাদা’ রাহুল গান্ধী? লোকসভা ভোটের পারদ চড়িয়ে এবার দাক্ষিণাত্যের তেলেঙ্গানা থেকে প্রস্নবাণ ছুড়লেন…

Before Maharashtra and Jharkhand Elections, Modi Attacks Congress, Rahul's Counter Response

লোকসভা ভোট ঘোষণার পর কেন আদানি-আম্বানিদের মত প্রখ্যাত শিল্পপতিদের নিয়ে নীরব কংগ্রেস ‘শাহজাদা’ রাহুল গান্ধী? লোকসভা ভোটের পারদ চড়িয়ে এবার দাক্ষিণাত্যের তেলেঙ্গানা থেকে প্রস্নবাণ ছুড়লেন প্রধানমন্ত্রী মোদী। রাহুলের মুখ বন্ধের কারণ কি ওইসব শিল্পপতিদের থেকে বস্তা ভর্তি টাকার থলি পাওয়া! এই প্রস্নও করেছেন নমো।

আমজনতার কথা না ভেবে নরেন্দ্র মোদী গুটিকয়েক শিল্পপতির স্বার্থে কাজ করেন। এই কটাক্ষের সময়ই প্রদানমন্ত্রীর সঙ্গে আম্বানি-আদানিদের নাম জড়িয়ে দিয়েছিলেন রাহুল গান্ধী। এবার সেই অস্ত্রেই পাল্টা রাহুলকে বিঁধলেন প্রধানমন্ত্রী। বললেন, ‘পাঁচ বছর ধরে কংগ্রেসের শাহাজাদা একটা মন্ত্রই জপ করে গিয়েছে। রাফালে নিয়ে অভিযোগ, প্রচার মিথ্যা প্রমাণিত হওয়ার পর থেকেই আদানি-আম্বানির এই মন্ত্র জপ শুরু করেছিল। কিন্তু নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই আদানি-আম্বানির নাম নেওয়া বন্ধ করে দিয়েছে।’

   

এরপরই রাহুলকে প্রধানমন্ত্রীর সরাসরি প্রশ্ন, ‘আমি তেলেঙ্গানার মাটি থেকে প্রশ্ন করতে চাই, আদানি-আম্বানির থেকে কত টাকা নিয়েছেন? কোনও চুক্তি হয়েছে? কেন রাতারাতি ওদের আর গালাগালি দেওয়া বন্ধ করে দিলেন? ডাল মে কুছ কালা হ্যায়! কত ব্যাগ কালো টাকা তাঁদের কাছ থেকে পেয়েছেন? এই আচমকা নীরবতার মানে হল আপনিও ট্রাক ভর্তি চোরি কা মাল পেয়েছেন।’

প্রধানমন্ত্রীর মন্তব্যের জবাবে, কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী ভড়রা বলেছেন, ‘প্রধানমন্ত্রী যখন ফুল টস খেলেন, তখন তিনি এই ধরণের অর্থহীন বিষয় নিয়ে আসেন। আমি তাকে চ্যালেঞ্জ করছি চাকরি, দুর্নীতি এবং নারীদের উপর অত্যাচারের বিরুদ্ধে পুরো ফুল টস মারার জন্য। আসল সত্য হল যে, আপনি তাদেরই রক্ষা করেন যারা এই ধরনের নৃশংসতা করে।’