Heat Wave:এই গরমে আপনাদের পোষ্যের যত্ন নিতে বিশেষ পাঁচ টিপস দিলেন পশুপ্রেমী

আদিত্য ঘোষ, কলকাতাঃ এই গরমে নিজেদের পোষ্যের খেয়াল রাখা কিন্তু আবশ্যক। এমনিতেই আবহওয়া দপ্তর তাপপ্রবাহের তীব্র সতর্কতা জারি করেছে। শুধু মানুষ নয়, বাড়ির পোষ্যেদেরও রয়েছে…

sunita chowdhury

short-samachar

আদিত্য ঘোষ, কলকাতাঃ এই গরমে নিজেদের পোষ্যের খেয়াল রাখা কিন্তু আবশ্যক। এমনিতেই আবহওয়া দপ্তর তাপপ্রবাহের তীব্র সতর্কতা জারি করেছে। শুধু মানুষ নয়, বাড়ির পোষ্যেদেরও রয়েছে হিট স্ট্রোকের বিপদ। তাই এই আবহাওয়ায় একদম নিজেদের পোষ্যদের নিয়ে দুপুর রোদে বাইরে বেরোবেন না। শুধু তাই নয় তাদেরকে বন্ধ ঘরে রেখে কোথাও চলে যাবেন না। এই মরশুমে নিজেদের পোষ্যদের সুস্থ রাখতে kolkata24x7-এর পাঠকদের বিশেষ টিপস দিলেন ডাক্তার এবং পশুপ্রেমী সুনীতা চৌধুরী।

   

১) আপনার বাড়িতে কুকুর কিংবা বিড়াল যাই থাকুক না কেন ঘরের উষ্ণতা যেন ৩২ ডিগ্রি সেলসিয়াসের বেশী না থাকে। কারণ পোষ্যরা বেশী উষ্ণতা সহ্য করতে পারে না।

২) ঘরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ জল রাখুন। পারলে পশুদের জন্য ব্যবহৃত ওআরএস জলে মিশিয়ে রাখুন। এই গরমে ওদের ওআরএস প্রয়োজন।

৩ ) বাড়িতে কুকুর কিংবা বিড়ালের জন্য মাছ সেদ্ধ, মাংস সেদ্ধ অথবা মাছ ও মাংস সেদ্ধর ঝোল খাওয়াতে পারেন। কুকুরদের জন্য টক দই এবং ভাত, পারলে সব্জি সেদ্ধ খাওয়াতে পারেন। তবে বিড়ালকে ভাত না দেওয়ায় ভাল। ওদের জন্য ওয়েট প্যাকেট ফুড জাত খাদ্য দেওয়া যেতে পারে। বোন ব্রথট খায়ানো যেতে পারে।

৪) যদি এই গরমে দেখেন আপনার পোষ্য খুব বেশী জিভ বার করে হাঁপায় তাহলে ভিজে কাপড় দিয়ে গা মোছান। পারলে একবার বডি টেম্পারেচার মাপুন।

৫) কুকুর কিংবা বিড়াল মুখ দিয়ে লালা বার করলে সতর্ক হবেন। এটা ডিহাইড্রেশনের লক্ষণ। এই গরমে ওদের অতিরিক্ত বমি বা পায়খানা হলে পশুদের জন্য ব্যবহৃত প্রোবায়টিক খাওয়ানো যেতে পারে। তবে বিশেষ অসুবিধা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
( এই লেখাটির বক্তব্য ডাক্তার এবং পশুপ্রেমী সুনীতা চৌধুরীর নিজের। এর সঙ্গে kolkata24x7কোনও সম্পর্ক নেই।)