Accident: দুর্ঘটনায় মৃত্যু স্ত্রীর, পরের দিনই আত্মহত্যা করলেন স্বামী!

‘আমরা একসঙ্গে বাঁচব এবং একসঙ্গে মরব’। পথ দুর্ঘটনায় (Accident) স্ত্রীর মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই চিরকুটে এই কথা লিখে আত্মহত্যা করলেন স্বামী। মর্মান্তিক এই ঘটনাটি উত্তরপ্রদেশের।…

accident

‘আমরা একসঙ্গে বাঁচব এবং একসঙ্গে মরব’। পথ দুর্ঘটনায় (Accident) স্ত্রীর মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই চিরকুটে এই কথা লিখে আত্মহত্যা করলেন স্বামী। মর্মান্তিক এই ঘটনাটি উত্তরপ্রদেশের। পুলিশ জানিয়েছে, স্ত্রী মণিকর্ণিকা কুমারী (২৮) পথ দুর্ঘটনায় মারা যাওয়ার একদিন পর মঙ্গলবার হরদোইয়ের বাসিন্দা যোগেশ কুমার (৩৬) আত্মহত্যা করেন। যোগেশ পেশায় শিক্ষক ছিলেন। মাত্র ৬ মাস আগে মণিকর্ণিকাকে বিয়ে করেন তিনি। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই ঘটল বিপত্তি!

পুলিশ জানিয়েছে, যোগেশ একটি চিরকুট রেখে গিয়েছিল, যাতে লেখা ছিল, ‘আমরা একসঙ্গে বাঁচব এবং একসঙ্গে মরব’। সোমবার সুরসা থানা এলাকার লখনউ-হরদোই হাইওয়েতে দুর্ঘটনায় মৃত্যু হয় মণিকর্ণিকার। সুরসার স্টেশন হাউস অফিসার (এসএইচও) ইন্দ্রেশকুমার যাদব জানিয়েছেন, তাদিয়াওয়ানা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পথে একটি গাড়ি মণিকর্ণিকাকে তাঁর স্কুটার থেকে ধাক্কা দেয়। ওই স্বাস্থ্যকেন্দ্রে নার্স হিসেবে কর্মরত ছিলেন মণিকর্ণিকা।

এসএইচও যাদব বলেন, মণিকর্ণিকার পরিচয়পত্র এবং মোবাইল নম্বরের সাহায্যে তাঁকে চিহ্নিত করা হয়েছিল। এরপর দুর্ঘটনার কথা তাঁর স্বামী যোগেশ কুমারকে জানানো হয়েছিল। যোগেশ ঘটনাস্থলে পৌঁছে স্ত্রীর জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরে একটি ঘরে ঢুকে দরজা ভেতর থেকে আটকে দেন। তাঁদের প্রতিবেশী যোগেশকে ডেকেও সাড়া পাননি। এরপর দরজা ভেঙে দেখেন, যোগেশ সিলিং থেকে ঝুলছেন। এরপর তিনি পুলিশকে খবর দেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।