Ishfaq Ahmed: মোহন-ইস্টের প্রাক্তন ফুটবলার ভারতের জাতীয় দলের কোচ

বড় দায়িত্ব পেলেন কলকাতা ময়দানের তিন প্রধানে খেলা প্রাক্তন ফুটবল। বুধবার টেকনিক্যাল কমিটির বৈঠকে নেওয়া হয়েছে বেশ কিছু বড় দায়িত্ব। বয়স ভিত্তিক জাতীয় দলের কোচের…

Ishfaq Ahmed Ishfaq Ahmed: মোহন-ইস্টের প্রাক্তন ফুটবলার ভারতের জাতীয় দলের কোচ

বড় দায়িত্ব পেলেন কলকাতা ময়দানের তিন প্রধানে খেলা প্রাক্তন ফুটবল। বুধবার টেকনিক্যাল কমিটির বৈঠকে নেওয়া হয়েছে বেশ কিছু বড় দায়িত্ব। বয়স ভিত্তিক জাতীয় দলের কোচের দায়িত্ব পেয়েছেন মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডা স্পোর্টিং ক্লাবে খেলা ইসফাক আহমেদ (Ishfaq Ahmed)।

বুধবার ভার্চুয়াল বৈঠকে বসেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটি। আইএম বিজয়নের সভাপতিত্বে হয়েছে এই সভা। আলোচনার মাধ্যমে উইমেন্স সিনিয়র ও বয়স ভিত্তিক পুরুষ, মহিলা দলের কোচেদের নাম চূড়ান্ত করা হয়েছে। গুরু দায়িত্ব দেওয়া হয়েছে দুই বঙ্গ সন্তানকে।

   

বিস্তারিত আলোচনার পর কমিটি লঙ্গম চাওবা দেবীকে ভারতীয় সিনিয়র মহিলা জাতীয় দলের প্রধান কোচ হিসাবে সুপারিশ করেছে। কমিটি সিনিয়র মহিলা জাতীয় দলের জন্য যথাক্রমে প্রিয়া পিভি এবং রনিবালা চানুকে সহকারী, গোলকিপিং কোচ হিসাবে সুপারিশ করেছে। টেকনিক্যাল কমিটি কর্তৃক সুপারিশ হওয়া এই তিনজন কোচই ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তুরস্কের আলানিয়ায় তুর্কি মহিলা কাপের সময় সিনিয়র মহিলা জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন করেছিলেন। টেকনিক্যাল কমিটি পুরুষদের অনূর্ধ্ব-১৬ ও পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের কোচ নিয়োগ নিয়েও আলোচনা করেছে।

আবেদন পর্যালোচনা করার পরে কমিটি অনূর্ধ্ব-১৬ পুরুষ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে ইশফাক আহমেদকে বেছে নিয়েছেন। তাঁর সহকারী কোচ হচ্ছেন ইয়ান চেং ল, গোলকিপিং কোচ হচ্ছেন মহম্মদ জাকির হুসাইন। অনূর্ধ্ব-১৯ পুরুষ জাতীয় দলের প্রধান কোচ হচ্ছেন রঞ্জন চৌধুরী ও গোলকিপিং কোচের দায়িত্বে সন্দীপ নন্দী।

ইসফাক আহমেদ কোচ হিসেবে ইতিমধ্যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। ইন্ডিয়ান সুপার লিগ ও আই লিগে প্রশিক্ষকের ভূমিকায় কাজ করেছেন। স্টিভ কপেল, এলকো সাতোরির মতো বিশ্ববরেণ্য কোচেদের কাছ থেকে শিখেছেন ইসফাক আহমেদ।