IPL Special Train: ইডেনে আইপিএল ম্যাচ উপলক্ষে চলবে বিশেষ ট্রেন, জেনে নিন সময়সূচি

কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএল ম্যাচ উপলক্ষে বিশেষ ট্রেন (IPL Special Train) চালানোর কথা ঘোষণা করল পূর্ব রেল। আগামী ২৬ এপ্রিল, ২৯ এপ্রিল এবং ১১ মে…

Local Train Kolkata

কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএল ম্যাচ উপলক্ষে বিশেষ ট্রেন (IPL Special Train) চালানোর কথা ঘোষণা করল পূর্ব রেল। আগামী ২৬ এপ্রিল, ২৯ এপ্রিল এবং ১১ মে কলকাতায় আইপিএলের ম্যাচ রয়েছে। এই তিন দিনই ম্যাচ শেষের পর বিশেষ ট্রেন চালানো হবে। ক্রীড়াপ্রেমী মানুষদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এর ফলে দূরদূরান্তের মানুষ ম্যাচ শেষের পর সহজেই বাড়ি ফিরতে পারবে।

Advertisements

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, উপরোক্ত দিনগুলিতে রাত ১১ টা ৫০ মিনিটে একটি ১২ কোচের ইএমইউ ট্রেন প্রিন্সেপঘাট থেকে ছেড়ে বারাসত পৌঁছবে রাত ১ টায়। এই ট্রেনটি প্রিন্সেপঘাট থেকে ছেড়ে ইডেন গার্ডেন্স, বিবাদি বাগ, বাগবাজার, কলকাতা, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি, মধ্যমগ্রাম হয়ে বারাসত পৌঁছবে। যাত্রাপথের বাকি সমস্ত স্টেশনে থামবে এই ট্রেন।

Advertisements
   

একই সঙ্গে শিয়ালদহ দক্ষিণ শাখার যাত্রীদের কথা ভেবেও একটি ১২ কোচের ইএমইউ ট্রেন চালানো হবে উপোরক্ত দিনগুলিতে। মধ্যরাত ১২ টা ২ মিনিটে ওই স্পেশাল ট্রেনটি বিবাদি বাগ স্টেশন থেকে ছেড়ে বারুইপুর পৌঁছবে রাত ১ টা ৩২ মিনিটে। ট্রেনটি বিবাদি বাগ থেকে ছেড়ে ইডেন গার্ডেন্স, প্রিন্সেপঘাট, মাঝেরহাট, নিউ আলিপুর, বালিগঞ্জ জংশন, সোনারপুর হয়ে বারুইপুর পৌঁছবে।