Birbhum: ‘পার্থবাবুর হাল দেখে ঘন ঘন জল খাচ্ছেন কেষ্টদা, কী যে হবে!’

সকাল থেকে গরমে এমনিতে অস্থির। তারপর যা খবর আসছে, টিভিগুলো চালানো যায় না। সবাই যেন শকুনের মতো অপেক্ষা করছে। এত সব সহ্য হয় বলুন? নাম…

anubrata Mandal

সকাল থেকে গরমে এমনিতে অস্থির। তারপর যা খবর আসছে, টিভিগুলো চালানো যায় না। সবাই যেন শকুনের মতো অপেক্ষা করছে। এত সব সহ্য হয় বলুন? নাম বলবেন না প্লিজ। কেষ্টদা ঘন ঘন জল খাচ্ছেন। দাদার অবস্থা দেখা যায় না। আর কিছু বললেন না। বীরভূম (Birbhum) জেলা তৃণমূল কংগ্রেস নেতা তথা অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যক্তির গলায় উদ্বেগ ধরা পড়ল।

বীরভূম জেলার তৃণমূল নেতাদের অনেকের আশঙ্কা, যদি কেষ্টদা ফেঁসেই যান তাহলে দলনেত্রী বা দল পাশে থাকবে না। কারণ, খোদ দলীয় মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের থেকে দূরত্ব রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পড়ুন: SSC Scam: টাকার পাহাড় উদ্ধার হতেই দায় ঝাড়ল তৃণমূল, ট্যুইট করে জানালেন কুণাল

তৃণমূল কংগ্রেস বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এর আগে গোরু পাচার মামলা ও নির্বাচন পরবর্তী হিংসা মামলায় সিবিআই জেরার মুখোমুখি হয়েছেন। তাঁর দেহরক্ষী সায়গল হোসেন সিবিআই হেফাজতে। তাকে জেরা করে বিপুল বেআইনি সম্পত্তি, বেআইনি লেনদেনের হদিস পেয়েছে সিবিআই। সূত্রের খবর,সিবিআই মনে করছে সায়গলের হেফাজতেই অনুব্রত মণ্ডল বিপুল সম্পত্তি গচ্ছিত রেখেছে।

শুক্রবার সকাল থেকে তৃ়ণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে লাগাতার জেরা করে ইডি। এরপর পার্থ চট্টোপাধ্যায়ের ‘বান্ধবী’ অর্পিতা মু়খার্জির ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা, গয়না, বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করেছে ইডি।

দিনভর এমন খবর টিভিতে দেখে আরও চিন্তিত অনুব্রত মণ্ডল। তিনি ভিতরে ভিতরে উত্তেজিত বলেই জানাচ্ছেন জেলা তৃণমূলের একাংশ নেতা। তাঁদের আশঙ্কা কেষ্টদা এমনিতেই অসুস্থ তিনি এমন ধকল সহ্য করতে পারবেন না বলেই জানাচ্ছেন এই নেতারা।