BJP: প্রথম দফাতেই জোর ধাক্কা খেল বিজেপি, কংগ্রেসে ফিরলেন ২ হেভিওয়েট

একদিকে যখন লোকসভার নির্বাচনকে কেন্দ্র করে গোটা দেশ উত্তপ্ত, অন্যদিকে সেখানেই, ভোটের প্রথম দফাতেই জোর ধাক্কা খেল পদ্ম শিবির৷ বিজেপি (BJP) ছেড়ে কংগ্রেসে ফিরলেন বিজেপির…

PM Narendra Modi not closing all business of Soros in slams BJP

একদিকে যখন লোকসভার নির্বাচনকে কেন্দ্র করে গোটা দেশ উত্তপ্ত, অন্যদিকে সেখানেই, ভোটের প্রথম দফাতেই জোর ধাক্কা খেল পদ্ম শিবির৷ বিজেপি (BJP) ছেড়ে কংগ্রেসে ফিরলেন বিজেপির দুই প্রাক্তন বিধায়ক মালিকায়া গুট্টেদার এবং শারদা মোহন শেট্টি৷ শুক্রবার হাত শিবিরের হাত ধরেন তাঁরা৷

Advertisements

এই মালিকায়া গুট্টেদার হলেন আফজলপুরের ৬ বারের বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রীও৷ কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন তিনি। সূত্রের খবর, খাড়গে পুত্র প্রিয়াঙ্ক খাড়গে তাঁকে দলে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন৷ 

   

অন্যদিকে, শারদা মোহন শেট্টি ২০১৩-২০১৮ পর্যন্ত কুমতার বিধায়ক ছিলেন৷ তবে ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে তিনি টিকিট না পাওয়ায় বিজেপিতে (BJP) চলে গিয়েছিলেন বলে জানা যায়৷

Advertisements

মুখ্য়মন্ত্রী সিদ্দারামাইয়া, ডেপুটি ডি কে শিবকুমার এবং প্রিয়াঙ্ক খাড়গে এই দুই নেতাকে দলে স্বাগত জানান৷ সিদ্দারামাইয়া জানান, মালিকায়া গুট্টেদার ‘pro-social justice’ হওয়ার কারণে বেশিদিন যে বিজেপিতে (BJP) থাকবেন না তা তিনি জানতেন৷