আইপিএল ২০২৪-এর (IPL 2024) ২৫তম ম্যাচে বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে মুম্বাই টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল।
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে আরসিবি। অধিনায়ক ফাফ ডু প্লেসিস ৬১, রজত পতিদার ৫০ ও দীনেশ কার্তিক ৫৩ রান করেন। জবাবে ১৫.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় তারা। এটি এমআইয়ের টানা দ্বিতীয় জয়। মুম্বাই ইন্ডিয়ান্স এর জয়ের নায়ক তিন ব্যাটসম্যান।
১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দ্রুত গতিতে রান করতে শুরু করেন ঈশান কিষাণ। ৩৪ বলে ৬৯ রান করেন তিনি। এই ইনিংসে ৭টি চার ও ৫টি ছক্কা মারেন। রোহিত শর্মার সঙ্গে প্রথম উইকেটে ৫৩ বলে ১০১ রান যোগ করেন ঈশান । ঈশান কিষাণের উইকেট পতনের পর মাঠে নামা সূর্যকুমার যাদব রান করেন আরও দ্রুত লয়ে।
काय मग? मज्जा आली का? 😎💙#MumbaiMeriJaan #MumbaiIndians #MIvRCB pic.twitter.com/80HfcaukpW
— Mumbai Indians (@mipaltan) April 11, 2024
২৭৩.৬৮ স্ট্রাইক রেটে ১৯ বলে ৫২ রান করেন সূর্যকুমার যাদব। এ সময় তাঁর ব্যাট থেকে এসেছে ৫টি চার ও ৪টি ছক্কা। ১৭ বলে পঞ্চাশ করেন তিনি।
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দারুণ বোলিং করেন জসপ্রীত বুমরাহ। বুমরাহ মাত্র ৫.২ ইকোনমিতে তাঁর ৪ ওভারের কোটায় ২১ রানে ৫ উইকেট করেছিলেন। বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস, মহিপাল লোমরোর, সৌরভ চৌহান ও বিজয়কুমার বৈশ্যকে আউট করে পাঠান প্যাভিলিয়নে।