এখনও সারেননি ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ কাজগুলি? করছি, করব করে বাকি রেখেছেন? তাহলে সাবধান! সব কাজ সময়ের মধ্যে শেষ করতে গিয়ে তাড়াহুড়ো না হয়ে যায়, কারণ এপ্রিলে অনেকগুলি দিনই বন্ধ থাকবে ব্যাঙ্কের পরিষেবা৷ গোটা মাসে মোট ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক৷
এ প্রসঙ্গে উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী সমগ্র দেশে নির্দিষ্য় কিছুদিন ব্যাঙ্কের পরিষেবা বন্ধ থাকে৷ তবে, রাজ্য সরকার ঠিক আঞ্চলিক ছুটিগুলি৷ তাই রাজ্য বিশেষে ছুটির তারতম্য হয়ে থাকে৷ কোন কোন তারিখে বন্ধ থাকবে এই ব্যাঙ্ক পরিষেবা, আগেভাগেই চোখ বুলিয়ে নিন সেই সব তারিখে-
আরও পড়ুন: Election Commission: ব্যাঙ্কে ১ লাখ টাকার বেশি লেনদেন হলেই কিন্তু তথ্য যাবে কমিশনে, কেন জানেন?
সাপ্তাহিক ছুটি কোন কোন দিনে?
এপ্রিল ৭: রবিবার
এপ্রিল ১৩: দ্বিতীয় শনিবার
এপ্রিল ১৪: রবিবার
এপ্রিল ২১: রবিবার
এপ্রিল ২৭: চতুর্থ শনিবার
এপ্রিল ২৮: রবিবার
আরও পড়ুন: HDFC Bank loan:এইচডিএফসি ব্যাঙ্কে হোম লোনের সুদের হার বেড়ে হল ৯.৮ শতাংশ
রাজ্যের ভিত্তিতে কোথায়, কবে ছুটি?
এপ্রিল ১: সোমবার, বার্ষিক অ্যাকাউন্ট বন্ধের কারণে পশ্চিমবঙ্গ, চণ্ডিগড়, সিকিম, মিজোরাম, হিমাচল প্রদেশ ও মেঘালয় বাদ দিয়ে বেশিরভাগ কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্যগুলিতে পয়লা এপ্রিল ব্যাঙ্কের পরিষেবা বন্ধ।
এপ্রিল ৫: শুক্রবার, বাবু জগজীবন রামের জন্মদিন ও জুমাতুল বিদার কারণে তেলাঙ্গানা ও জম্মু ও কাশ্মীরে ব্যাঙ্ক বন্ধ৷
এপ্রিল ৯: মঙ্গলবার, তেলেগু নববর্ষ, গুড়ি পাদওয়া, উগাদি উৎসব, প্রথম নবরাত্রি উপলক্ষ্যে হায়দরাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, ইম্ফল, পানাজি, শ্রীনগর, জম্মু, মুম্বই, নাগপুরে ব্যাঙ্ক বন্ধ।
এপ্রিল ১০: বুধবার, ইদের কারণে কোচি, তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ।
আরও পড়ুন: Cyber Fraud: Paytm Payment Bank-কে অন্য অ্যাকাউন্টে লিঙ্ক করার জন্য ফোন পেয়েছেন? সাবধান!
এপ্রিল ১১: বৃহস্পতিবার, কেরল বাদ দিয়ে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ।
এপ্রিল ১৫: সোমবার, হিমাচল প্রদেশের প্রতিষ্ঠা দিবস ও বোহাগ বিহু উপলক্ষ্যে গুয়াহাটি ও সিমলাতে ব্যাঙ্ক বন্ধ।
এপ্রিল ১৭: বুধবার, রাম নবমীর কারণে আমেদাবাদ, বেলাপুর, দেরাদুন, গ্যাংটক, হায়দরাবাদ, জয়পুর, কানপুর, লখনৌ, পটনা, রাঁচি, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডিগড়, সিমলা, মুম্বই, নাগপুরে ব্যাঙ্ক বন্ধ।
এপ্রিল ২০: শনিবার, গড়িয়া পুজো উপলক্ষ্যে আগরতলায় ব্যাঙ্ক বন্ধ।