ঐতিহাসিক সিদ্ধান্ত! পুনঃনির্মাণের পথে মুসলিম শাসকদের ভেঙে ফেলা Martand Sun Temple

পুনঃনির্মিত হতে চলেছে জম্মু-কাশ্মীরের অনন্তনাগের মার্তন্ড সূর্য মন্দির৷ এ এক ঐতিহাসিক সিদ্ধান্ত জম্মু-কাশ্মীর প্রশাসনের৷ দর্শনার্থীদের জন্য ফের অষ্টম শতাব্দীর এই মন্দিরকে ফের নির্মাণের কথা ঘোষণা…

Martand Sun Temple in Jammu Kashmir

পুনঃনির্মিত হতে চলেছে জম্মু-কাশ্মীরের অনন্তনাগের মার্তন্ড সূর্য মন্দির৷ এ এক ঐতিহাসিক সিদ্ধান্ত জম্মু-কাশ্মীর প্রশাসনের৷ দর্শনার্থীদের জন্য ফের অষ্টম শতাব্দীর এই মন্দিরকে ফের নির্মাণের কথা ঘোষণা করে প্রশাসন৷ সোমবার এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠক বসে৷

জানা গিয়েছে, শুধু পুনঃনির্মাণই নয়, সেই সঙ্গে মন্দির প্রাঙ্গনে সম্রাট ললিতাদিত্য মুক্তপদর বিগ্রহ স্থাপন করা হবে৷ জম্মু-কাশ্মীর প্রশাসন কর্তৃক একটি জারি করা বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে এই মর্মে৷ সেই বিজ্ঞপ্তিতে জম্মু-কাশ্মীরের সরকারের সেক্রেটারি হিসেবে সই করেছেন নীরজ পণ্ডিত৷

Jammu and Kashmir govt initiates efforts to restore Martand Sun Temple

গত মাসেই কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা পরিদর্শন করেন মার্তন্ড সূর্য মন্দির এবং সেখানে তাঁকে মহাযজ্ঞে অংশগ্রহণ করতেও দেখা যায়।

আরও পড়ুন: Ayodhya Ram Mandir: ঘরে বসে ডিজিট্যালি পৌঁছে যাবেন রাম মন্দির, এইভাবে প্রতিদিন রামলালার আরতি লাইভ দেখুন

প্রসঙ্গত, ঐতিহাসিকদের মতে, অষ্টম শতাব্দীতে এই মন্দির স্থাপন করেছিলেন জম্মু-কাশ্মীরের রাজা ললিতাদিত্য। তিনি ছিলেন সূর্যের উপাসক৷ তবে, ১৩৮৯ থেকে ১৪১৩ খ্রিস্টাব্দের মধ্যে বেশ কয়েকবার মন্দিরকে ধ্বংস করতে আক্রমণ করে মুসলিম শাসকরা৷ শেষ পর্যন্ত মুসলিম শাসক সিকন্দর বুটসিকান বা সিকন্দর শাহ মিরি এই সূর্য মন্দিরটি ধ্বংস করেন৷