গত লোকসভা ভোটে তৃণমূলের হাত ছাড়া হয় হুগলি কেন্দ্র। ভোটে জিতে হুগলির সাংসদ হিসেবে সংসদে যান লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। পাঁচ বছর অতিক্রান্ত। আবার একটা লোকসভা ভোট। হুগলি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছেন লকেটই। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই জোরকদমে প্রচার চালাচ্ছেন লকেট। জেতার ব্যাপারেও একশ শতাংশই নিশ্চিত লকেট। তবে এদিন এদিন হুগলিতে ভোট প্রচারে বেরিয়ে তৃণমূলকে একহাত নিলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধায়।
তাঁর দাবি, গতবার ভোটে জেতার পর থেকেই অনেক বিজেপি কর্মীদের কেস দিয়ে এলাকা ছাড়া করা হয়েছে। যারা ভোটের কাজে যুক্ত ছিলেন তাদেরকে বাড়ি থেকে বের করে এনে মারধর করা হয়েছে। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। শুধু তাই নয়, পুলিশকে কিছু বলা হলেই তদন্ত চলছে বলে থামিয়ে দেওয়া হয়, দাবি বিজেপি প্রার্থীর।
লকেটের বিস্ফোরক দাবি, ওপর মহল থেকে পুলিশদের নির্দেশ দেওয়া আছে গুন্ডাদের জেলে না পুড়ে বাইরে ছেড়ে রাখতে। যাতে তৃণমূলের সেইসম পোষা গুন্ডারা বিজেপির লোকেদের মেরে ঘরে ঢুকিয়ে দিতে পারে। এবারের লোকসভায় এটাই তৃণমূলের নতুন ভোট স্ট্রাটেজি বলেও দাবি করেন লকেট।