Murshidabad: বন্যার কবলে গ্রামের পর গ্রাম ! অভিযোগ জানালেই জুটছে তৃণমূলের হুমকি

ভোট আসলেই মেলে প্রতিশ্রুতি। কিন্তু সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ তো হল না, অথচ অভিযোগ করলেই মিলছে কেবল শাসকদলের হুমকি।এমনই অভিযোগ উঠলো মুর্শিদাবাদের সামশেরগঞ্জে।গঙ্গার ভাঙ্গনে বিপর্যস্ত…

ভোট আসলেই মেলে প্রতিশ্রুতি। কিন্তু সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ তো হল না, অথচ অভিযোগ করলেই মিলছে কেবল শাসকদলের হুমকি।এমনই অভিযোগ উঠলো মুর্শিদাবাদের সামশেরগঞ্জে।গঙ্গার ভাঙ্গনে বিপর্যস্ত নিমতিতা গ্রামপঞ্চায়েতের বাসিন্দারা। একের পর এক বাড়িকে যেন গিলে খাচ্ছে গঙ্গা। বিঘের পর বিঘে জমি তলিয়ে যাচ্ছে গঙ্গাবক্ষে। ঘরছাড়া বহু মানুষ। আর সেই ভিটে মাটি হারা অসহায় মানুষদের কপালে জুটছে শাসকদলের চোখ রাঙানি।

গঙ্গা ভাঙ্গনে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের পরিস্থিতি ভয়াবহ।নিমতিতা গ্রামপঞ্চায়েত এলাকার ধানগড়া, মহেশটোলা, শিবপুর সহ একাধিক গ্রাম গঙ্গার ভাঙ্গনের কবলে। হুহু করে জল ঢুকছে গ্রামের মধ্যে।বহুমানুষ পুজোর আগে গৃহহীন হয়ে পড়েছেন। আর তখনই উঠলো ভয়ঙ্কর অভিযোগ। প্রশাসনের পক্ষ থেকে না দেওয়া হয়েছে পুনর্বাসন, না দেওয়া হয়েছে কোনো আর্থিক সাহায্য। বরং তাঁরা দাবি করছেন প্রশাসনের কাছে অভিযোগ জানাতে গেলেই শাসক দলের নেতারা রীতিমতন হুমকি দিচ্ছেন। ক্যামেরার সামনে মুখ খুললেই রাতের অন্ধকারে তাদের দেখানো হচ্ছে ভয় । বাড়ি-জমি হারিয়ে একদিকে তাঁরা সর্বস্বান্ত হয়ে গিয়েছে অন্যদিকে মিলছে হুমকি। ভয়ে ওষ্ঠাগত হয়ে উঠেছে গ্রামবাসীদের জীবন। কান্নায় ভেঙে পড়ছেন অনেকেই। এক বাসিন্দার দাবি ভিটে-মাটি তো হারিয়েছি, প্রাণটাও যাক। কী করবেন, কোথায় থাকবেন, কোথায় যাবেন কোনোও কুলকিনারা ভেবে পাচ্ছেন না।

উল্লেখ্য,এই ঘটনা নতুন নয়। প্রতিবছর বর্ষার আসলেই মালদহ-মুর্শিদাবাদের একাধিক গ্রাম তলিয়ে যায় নদীগর্ভে। কিন্তু এর কোনও স্থায়ী সমাধান হয় না। নির্বাচন এলেই প্রতিশ্রুতির বন্যা বয়ে যায় বিভিন্ন রাজনৈতিক দলের। কিন্তু নির্বাচন শেষে বদলে যায় গোটা ছবি। গতবছরও তলিয়ে গিয়েছিল গঙ্গাপাড়ে থাকা মন্দির, বাড়ি। এই বছরও একই অবস্থা। কবে আসবে সুদিন, সেই অপেক্ষায় দিন গুনছে গঙ্গাপাড়ে থাকা আমজনতা।