আইপিএল ২০২৪-এর (IPL 2024) অষ্টম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৩১ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে মোট ৩৮টি ছক্কা মারা হয়েছে, যা কোনো আইপিএল ও টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ। এই হারের পর মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া মুখ খুলেছেন।
ম্যাচ প্রসঙ্গে হার্দিক পান্ডিয়া বলেছেন, ‘প্রতিপক্ষ দল সত্যি ভালো ব্যাটিং করেছে। ভালো ব্যাটিং না করলে এত বড় স্কোর করা সম্ভব নয়। আমরা হয়তো আরও ভালো কিছু করতে পারতাম। তবে এটাও ঠিক যে আমাদের একটি তরুণ বোলিং লাইন আপ রয়েছে এবং আমরা শিখব।’
মুম্বাই অধিনায়ক হার্দিক এরপর বলেছেন, ‘সত্যিই না ভাবিনি সানরাইজার্স হায়দরাবাদ ২৭৭ রান করবে। উইকেট ভালো ছিল, যত খারাপ বা ভালো বোলিং করা হোক না কেন, প্রতিপক্ষ যদি এত বড় স্কোর করে তাহলে তারা ভালো ব্যাটিং করেছে বলতেই হয়। ম্যাচে প্রায় ৫০০ রান হয়েছে। উইকেট ব্যাটসম্যানদের সহায়তা করছিল।’
সানরাইজার্স হায়দরাবাদের ২৭৭ রানের জবাবে মুম্বাই ইন্ডিয়ান্স করেছে ২৪৬/৫। দ্বিতীয় ইনিংসের শুরুটা রোহিত শর্মা (১২ বলে ২৬ রান) ও ঈশান কিষাণ (১৩ বলে ৩৪ রান) দ্রুত গতিতে করলেও দলের বাকিরা রানের সেই গতি অব্যাহত রাখতে পারেননি। চার নম্বরে নেমে তিলক ভার্মা ৩৪ বলে ৬৪ রানের ইনিংস খেলেছেন। ট্রেভিস হেড ২২ বলে ৪২ রানে অপরাজিত থেকেছেন।
হায়দরাবাদের ব্যাটসম্যানরা কেমন মারকুটে ইনিংস খেলেছেন, তেমনই প্রশংসা প্রাপ্য প্যাট কামিন্সের। এই পাতার উইকেটেও নিলেন জোড়া উইকেট, ওভার প্রতি দিয়েছেন ৯ রানের কম।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৭৭ রানের বিশাল স্কোর ঝুলিয়ে রাখে সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৬ রান তুলতে সক্ষম হয় মুম্বাই ইন্ডিয়ান্স।
মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা, নমন ধীর, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), টিম ডেভিড, জেরাল্ড কোয়েটজি, শামস মুলানি, পীযূষ চাওলা, জাসপ্রিত বুমরাহ, কুয়েনা এমফাকা।
সানরাইজার্স হায়দরাবাদ: প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, মায়াঙ্ক আগরওয়াল, অভিষেক শর্মা, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক মারকান্দে, জয়দেব উনাদকাট।
হায়দরাবাদের ইমপ্যাক্ট প্লেয়ার: নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, উমরান মালিক, গ্লেন ফিলিপস, উপেন্দ্র যাদব।
মুম্বাইয়ের ইমপ্যাক্ট প্লেয়ার: ডিওয়াল্ড ব্রেভিস, রোমারিও শেফার্ড, মহম্মদ নবি, বিষ্ণু বিনোদ, নেহাল ওয়াধেরা।