Dadagiri: সোহিনীর সঙ্গে সুইডেনে বেড়াতে গিয়ে যে ঝামেলায় পড়তে হয়েছে শোভনকে। সে আর বলার কথা নয়। দাদাগিরি সিজন ১০-এ অগত্যা বলতেই হল সত্য কথাটা। এইতো কিছুদিন আগে এক সাক্ষাৎকারে ইমন বলেছিলেন, সোহিনী শোভনের সঙ্গেই ঘুরতে গিয়েছেন। ছবি আলাদা আলাদা দিলেও জায়গা ছিল এক। আজকালকার সেলিব্রেটিরা সাধারণত যেমনটা করে থাকেন আর কি!
এদিন দাদাগিরিতে এসে নিজের সুইডেন-নরওয়ে ঘোরার অভিজ্ঞতা ব্যক্ত করতে গিয়ে বললেন, ‘ ‘হ্যাঁ, আমি ভীষণ ভালোবাসি খেতে। এই সম্প্রতি আমি স্ক্যান্ডেনিভিয়া ঘুরতে গিয়েছিলাম। মানে সুইডেন, নরওয়ে এবং ফিনল্যান্ড। সেখানে ঘুরতে গিয়ে যে মূল সমস্যায় পড়েছি সেটা হল ওখানে সবাই ঠান্ডা খাবার খায়। কোল্ড মিট খায়। সে প্রসেসড খাবার হোক বা অন্য কিছু, সবই ভীষণ ঠান্ডা খায়। ওখানে গিয়ে ভাত ডাল না পেয়ে সেটার গুরুত্ব বুঝলাম। তাই আমার কাছে পশ্চিমবঙ্গ সেরা।’
সোহিনীর সঙ্গে শোভনের প্রেমটা হয়ত মন থেকে মেনে নিতে পারেননি রণজয় জিষ্ণু। নাম না করেই তাই একদিন ইনস্টাগ্রামে লিখেছিলেন,
শুধু সময় সাক্ষী রইল সব যন্ত্রণার….
বিশ্বাসঘাতকতার, সত্যি মিথ্যা র লড়াই তে প্রহরি হয়ে… এই আনন্দের স্ফুলিং.. ভেঙ্গে চুড়ে দগ্ধ করছে সবুজ নিষ্পাপ স্নিগ্ধ
সময়গুলোকে…. এই চিৎকার কোলাহল, শহরের যানজট কোনো কিছুই আর পর্দা ভেদ করে ছুটে আসছে না সবটা যেন এক সরল রেখায় অবস্থিত নিশির ডাক সেই মনের অতল গভীরে নাড়া দিয়ে,
কিছু সততার শবযান দেখে এলাম।।———-রণ
View this post on Instagram