Abhishek Banerjee: তপশিলি মন ছুঁতে অভিষেকের নতুন সংলাপ

লোকসভা ভোটের দামাম বেজে যেতেই শাসক দলের নজরে ভোট ব্যাঙ্ক। প্রসঙ্গত সোমবার সারা দেশ জুড়ে চালু হয়েছে সিএএ । নাগরিকত্ব আইন চালু হতেই তার পাল্টা…

Abhishek Banerjee

লোকসভা ভোটের দামাম বেজে যেতেই শাসক দলের নজরে ভোট ব্যাঙ্ক। প্রসঙ্গত সোমবার সারা দেশ জুড়ে চালু হয়েছে সিএএ । নাগরিকত্ব আইন চালু হতেই তার পাল্টা কর্মসূচি ঠিক করল শাসক দল।

আগামী ১৫ মার্চ থেকে ‘তফসিলির সংলাপ’ নামে একটি প্রচার অভিযান শুরু করল তৃণমূল। সেই অভিযান আসলে কী তারই একটি রূপরেখা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

মঙ্গলবার একটি বৈঠক ডাকা হয়েছিল নজরুল মঞ্চে। সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের সমস্ত তফসিলি জাতি এবং জনজাতির তৃণমূল নেতা এবং জনপ্রতিনিধিরা। প্রায় সাড়ে তিন হাজার তফসিলি জাতি এবং জনজাতি নেতা-নেত্রীকে তাঁদের আগামী দিনের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন অভিষেক।

অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানান,” এই কর্মসূচির মাধ্যমে তৃণমূল কংগ্রেস শুধু বাংলার নয়, সারা ভারতবর্ষের তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মানুষদের প্রতি বিজেপির মিথ্যে প্রতিশ্রুতি, ষড়যন্ত্র-চক্রান্ত ও বিদ্বেষের রূপ তুলে ধরবে। পাশাপাশি,রাজ্যের তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মানুষদের প্রতি তৃণমূল কংগ্রেসের অঙ্গীকার এবং উন্নয়নকেও তুলে ধরবে।”

তৃণমূলের তরফে জানানো হয়েছে, এই তফিসিলির সংলাপ কর্মসূচির মাধ্যমে রাজ্য়ের প্রায় ৬ হাজারেরও বেশি জায়গা পরিদর্শন করবেন তৃণমূলের তফসিলি জাতি ও উপজাতির নেতারা। প্রত্যেক এলাকায় নেতারা অন্তত ৩-৫টি হটস্পটে আলোচনাসভার আয়োজন করবেন। এভাবে মোট ২৫ হাজারের বেশি ছোট ছোট সভার আয়োজন হবে এই কর্মসূচির মাধ্যমে।

অনেকেই এক কর্মসূচিকে বিপেজির পালতাআ কর্মসূচি বলে কটাক্ষ করলেও সব রাজনৈতিক দল নিজেদের আখের গোছাতে ব্যস্ত।