শাহজানকে কে পালাতে সাহায্য করেছিল, এতদিনে জানা গেল তাঁর পরিচয়

বিগত দু’মাস ধরে সন্দেশখালি খবরের শিরোনামে! রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজানের বাড়িতে অভিযানে গিয়ে হেনস্থার শিকার হয় ইডি আদিকারিকরা। মাথা ফাটে ইডি আধিকারিকের। শেখ শাহজান…

sheikh shahjahan

বিগত দু’মাস ধরে সন্দেশখালি খবরের শিরোনামে! রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজানের বাড়িতে অভিযানে গিয়ে হেনস্থার শিকার হয় ইডি আদিকারিকরা। মাথা ফাটে ইডি আধিকারিকের। শেখ শাহজান বাহিনী রুখে দাঁড়ায় ইডি আধিকারিকদের বিরুদ্ধে।আর সেই ফাঁকেই পগারপার সন্দেশখালির ‘বাঘ’!

তারপরে কেটে যায় ৫৫ দিন। অবশেষে রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হয় সন্দেশখালির ‘বাঘ’। কিন্তু আইনি প্যাঁচে রাজ্য পুলিশ থেকে সিবিআই-এর হাতে তুলে দিতে হয় শাহজানকে। তবে সেইদিন তাঁকে কে পালাতে সাহায্য করেছিল ? ঘুরপাক খাচ্ছিল একাধিক নাম।

শাহজাহান ঘনিষ্ঠ কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সোমবারই তাঁদের নিজাম প্যালেসে তলব করা হয়। ডাকা হয় শাহজাহানের পরিবারের সদস্যদেরও। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন শাহজাহানের ডান হাত বলে পরিচিত সরবেড়িয়া-আগরহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা। কথায় অসঙ্গতি থাকায় জিয়াউদ্দিন মোল্লা, ফারুক আকুঞ্জি, দিদার বক্সকে গ্রেফতার করে সিবিআই।

মঙ্গলবার তাঁদের আদালতে পেশ করা হয়। সেইসময় সিবিআই-এর আইনজীবী দাবি করেন, ইডি-র ওপর হামলার ঘটনার পিছনে ও শাহজাহানকে পালাতে সাহায্য করেছিল ফারুক আকুঞ্জি। শুধু তাই নয় লোক জড়ো করতেও তার প্রভাব আছে বলে জানানো হয়।