গতকাল, শুক্রবার বিকেলে নিজেদের ঘরের মাঠে অর্থাৎ নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে শক্তিশালী গোকুলাম কেরালা এফসির (Gokulam Kerala FC) মুখোমুখি হয়েছিল ময়দানের এই তৃতীয় প্রধান মহামেডান এসসি (Mohammedan SC)। নির্ধারিত সময়ের শেষে ১-১ গোলে ড্র হয় এই ম্যাচ। যার দরুন পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে। এই ম্যাচের হয়ে গোল করেন যথাক্রমে অ্যালেক্সিস।
আরও পড়ুন: Mohammedan SC: গোকুলামের কাছে এবার আটকে গেল মহামেডান
যার দরুণ প্রথমার্ধের শেষে এগিয়ে যায় মহামেডান স্পোর্টিং ক্লাব। তারপর দ্বিতীয়ার্ধে শ্রী কুত্তনের গোলে সমতায় ফিরে আসে গোকুলাম কেরালা। ম্যাচের সম্পূর্ণ সময়ের শেষে বজায় থাকে এই ফলাফল। যারফলে, আজ লড়াকু পারফরম্যান্স করেও পুরো পয়েন্ট সংগ্ৰহ করা সম্ভব হয়নি তাদের পক্ষে।
আরও পড়ুন:East Bengal Coach: প্রতিপক্ষ দলকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন লাল-হলুদ কোচ, কী বলছেন তিনি?
তবে ম্যাচ জুড়ে দলের হেড কোচ আন্দ্রে চেরনিশভের একাধিক সিদ্ধান্ত নিয়ে দেখা দিয়েছে চরম বিতর্ক। এক্ষেত্রে দলের আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস গোমেজকে তুলে নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট হতাশ ছিল গ্যালারিতে থাকা সাদা-কালো সমর্থকরা। এছাড়াও পরবর্তীতে অর্থাৎ ম্যাচের দ্বিতীয় ভাগে দলের নয়া বিদেশী নেলারকে যেই সময় মাঠে নামানো হয় তা নিয়ে ও সংশয় প্রকাশ করতে দেখা যায় অনেককে। এমন পরিস্থিতির সুযোগ নিয়েই গোল করে সমতা ফেরায় গোকুলাম দল। যারফলে, বিরাট ধাক্কা আসে দলের ফুটবলারদের মধ্যে। তারপর গোটা গ্যালারি জুড়ে তরুণ তারকা ডেভিড লালাসাঙ্গাকে মাঠে আনার আর্জি উঠে আসতে থাকে প্রবল ভাবে।
আরও পড়ুন: East Bengal: লাল-হলুদ জার্সিতে খেলা হল না বাংলাদেশি ফুটবলারের
পরিস্থিতি বুঝে এই তরুণ ফুটবলারকে মাঠে নামান দলের হেডস্যার। কিন্তু না আর গোল আসেনি। ম্যাচের শেষ কিছুটা সময় ডেভিডের আগমনে দল কিছুটা চনমনে হয়ে উঠলেও প্রতিপক্ষ দলের ডিফেন্সেই আটকে যেতে হয়েছে বারংবার। যারফলে, পয়েন্ট ভাগাভাগি করেই ফিরতে হল দুই শিবিরকে।