গত মাসের শুরুর দিকে বেশ কয়েকটি ম্যাচ খেলার পরেই খনিকের জন্য বন্ধ হয়ে গিয়েছিল কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League)। সেই সময় ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব খেতাব জয় করে ফেললেও পরবর্তীতে বাকি ছিল বেশকিছু ম্যাচ। গত কয়েকদিন আগে এই প্রিমিয়ার ডিভিশন লিগের ম্যাচ খেলতে নিজেদের ঘরের মাঠে কিবু ভিকুনার ডায়মন্ডহারবার এফসির মুখোমুখি হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল দল। নির্ধারিত সময়ের শেষে বিরাট বড় ব্যবধানে সেই ম্যাচে জয় পেয়েছিল মশাল ব্রিগেড।
তবে ময়দানের আরেক প্রধান তথা মোহনবাগান সুপারজায়ান্টস দলের সাথে তাদের খেলা এখনি না থাকলেও আগামী মাসের আগে তা আয়োজন করার কথা রয়েছে। এসবের মাঝেই আজ, অর্থাৎ ১০ই নভেম্বর নিজেদের ঘরের মাঠে কলকাতা লিগের ম্যাচে ভবানীপুর ফুটবল ক্লাবের মুখোমুখি হওয়ার কথা ছিল সবুজ-মেরুন ব্রিগেডের। সেই নিয়েই এবার দেখা দিয়েছিল ধোঁয়াশা।
ঠিক তেমনটাই হল এবার। আসন্ন এই ম্যাচে নিজেদের দল নামাচ্ছে না রঞ্জন চৌধুরীর ভবানীপুর ফুটবল ক্লাব। তাদের এক কর্তা জানিয়েছিলেন, আগত তৃতীয় ডিভিশন আইলিগের জন্য এখনো পর্যন্ত দলের অনুশীলন শুরু হয়নি। দল এখনো মাঠে নামেনি। তাই এই পরিস্থিতিতে আমাদের দলের খেলোয়াড়দের পক্ষে মাঠে নামা কার্যত অসম্ভব।
তবে ভাইফোঁটার পর এই ম্যাচ খেলতে আগ্ৰহী ভবানীপুর ক্লাব। ক্লাব কর্তাদের দাবি ছিল, এবারের আগস্ট মাসের মধ্যে এই লিগ শেষ করার কথা থাকলেও এখনো তা সম্ভব হয়নি। তাহলে, আরও কিছুদিন অপেক্ষা করলে তাদের পক্ষে মাঠে নামা সম্ভব। এই ইস্যু নিয়েই গত রাত দশটা পর্যন্ত চিঠি আদান প্রদান প্রক্রিয়া চলে ভবানীপুর ও বঙ্গীয় ফুটবল ফেডারেশনের।
তাতে শেষ পর্যন্ত যে সিদ্ধান্ত উঠে আসে, সেই অনুযায়ী এবারের এই ম্যাচ খেলতে মাঠে থাকছে না ভবানীপুর ফুটবল দল। যারফলে, কলকাতা ফুটবল লিগের এই ম্যাচে ওয়াকওভার পাচ্ছে বাস্তব রায়ের ছেলেরা।