Tripura: ভয়াবহ, ফল প্রকাশের আগেই ত্রিপুরায় পুলিশ অফিসার খুন, মৃত ৫

নিউজ ডেস্ক, আগরতলা: ত্রিপুরায় (Tripura) পুরভোটের ফল বের হওয়ার আগেই ভয়াবহ হামলায় খুন পুলিশ অফিসার সহ ৫ জন। ঘটনার জেরে শিহরিত ত্রিপুরাবাসী।  Advertisements ঘটনাস্থল খোয়াই।…

Tripura Police

নিউজ ডেস্ক, আগরতলা: ত্রিপুরায় (Tripura) পুরভোটের ফল বের হওয়ার আগেই ভয়াবহ হামলায় খুন পুলিশ অফিসার সহ ৫ জন। ঘটনার জেরে শিহরিত ত্রিপুরাবাসী। 

Advertisements

ঘটনাস্থল খোয়াই। এখানকার লালটিলার নৃশংস ঘটনা।। খুন হয়েছে পাঁচজন। খোয়াই থানার সেকেন্ড অফিসার সত্যজিৎ মল্লিক মৃত। নিহতরা হলেন মন্দিরা দেব রায়, অদিতি দেবরায়, কৃষ্ণ দাস, সত্যজিত মল্লিক, অমলেশ দেবরায়। শাবল দিয়ে থেঁতলে খুন করা হয়েছে৷ মৃত দুই শিশুকন্যা।

Advertisements
   

রাজ্যে পুর ও নগর পরিষদ ভোট ঘিরে তীব্র রাজনৈতিক পরিবেশ। সরকার বিরোধী বাম ও অন্যান্য দলগুলির সমর্থকরা আক্রান্ত। ভোট সন্ত্রাস চরমে। এর মাঝে হল এই নৃশংস ঘটনা। প্রশাসন নিয়েই বাড়ছে ক্ষোভ।