এবার যোগীরাজ্যে নামবে মোদীর সিবিআই, কপালে চিন্তার ভাঁজ মুখ্যমন্ত্রীর

হাথরসে পদপৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনায় এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের তদন্তের দাবি উঠল। বুধবার এই দাবিতেই এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের করা হয়। উত্তরপ্রদেশের পুলিশ ইতিমধ্যেই…

FotoJet 2024 07 03T133808.278 এবার যোগীরাজ্যে নামবে মোদীর সিবিআই, কপালে চিন্তার ভাঁজ মুখ্যমন্ত্রীর

হাথরসে পদপৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনায় এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের তদন্তের দাবি উঠল। বুধবার এই দাবিতেই এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের করা হয়। উত্তরপ্রদেশের পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে তৈরি হওয়া পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এরপর ওই সৎসঙ্গ আয়োজনকারীদের বিরুদ্ধে এফ আই আর দায়ের করে উত্তর প্রদেশ পুলিশ।

মমতার বিরুদ্ধে রাজ্যপালের মানহানির মামলা! প্রথম শুনানিতে কী নির্দেশ হাইকোর্টের?

   

তবে সেই এফাই আরে ভোলে বাবার নাম নেই বলে জানা গিয়েছে। তারপরেই গৌরব দিবেদী নামে এক আইনজীবী এদিন সিবিআই তদন্ত চেয়ে এলাহাবাদ হাইকোর্টের মামলা দায়ের করেন। তবে সিবিআই তদন্ত করবে কিনা তা তা নির্ভর করছে হাইকোর্টের নির্দেশের ওপর।

জুলাইতেই হবে NEET-PG পরীক্ষা, দুর্নীতি রোধে পরীক্ষার ২ ঘণ্টা আগে তৈরি হবে প্রশ্নপত্র

গতকাল মঙ্গলবার হাথরসে একটি সৎসঙ্গের আয়োজন হয়েছিল। নারায়ণ সাকার হরি ওরফে সাকার বিশ্ব হরি ওরফে ভোলে বাবা নামে এক ধর্মগুরুর ডাকে সেই সৎসঙ্গে ভিড় করেছিলেন হাজার হাজার মানুষ। নির্বিঘ্নে অনুষ্ঠান শেষ হয়। তবে অনুষ্ঠান শেষে বিপদ ঘটে। অনুষ্ঠানস্থল ছাড়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় মানুষের মধ্যে। সেখানেই বিপত্তি ঘটে। ঠেলাঠেলি, ধাক্কাধাক্কির কারণে একে অপরের উপর পড়ে যান। কেউ কেউ দাবি করেছেন, অনুষ্ঠানস্থলের সামনে বড় ড্রেন ছিল। তার উপর থাকা কাঠের পাটাতন ভিড়ের চাপে ভেঙে বিপদ ঘটে।

মাটির নীচে ৮৫ কিলোমিটার সড়ক, ৬৮ টানেল, অত্যাধুনিক এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে দেশে

এই ধর্মগুরু আবার এক সময় ভারতের গোয়েন্দা সংস্থা আই বিতে কর্মরত ছিলেন। তারপর কিভাবে তিনি ধর্মগুরু হয়ে গেলেন সে বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ। অন্যদিকে, এই ঘটনায় এখনও পর্যন্ত ১২১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

লোকসভা নির্বাচনের আগে থেকেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে অমিত শাহের দ্বন্দ নিয়ে তোলপাড় হয়েছে বিজেপি। এমনকি ভোটে আসন বন্টন থেকে শুরু করে ওম প্রকাশ রাজভরকে যোগীর ক্যাবিনেটে জোর করে জায়গা করে দেওয়ার অভিযোগ উঠেছিল শাহের বিরুদ্ধে। তারপর ভোটে ভরাডুবির পর দুই শিবিরেই তু-তু ম্যায় ম্যায় অবস্থা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ আমনতে খোদ মাঠে নামেন মোহন ভগবত। আর এবার হাথরস ইস্যুকে কেন্দ্র করে ফের সিবিআই আগমন যোগী শিবিরে কোন নতুন অসন্তোষ সৃষ্টি করে কিনা সেটাই দেখার। তবে ছাই চাপা আগুন আবার জ্বলে উঠবে কিনা সেদিকেই তাকিয়ে দেশের রাজনৈতিক মহল।