ফের ভারতীয় ফুটবল প্রেমীদের দৃষ্টি আকর্ষণ করলেন ব্রাইট এনোবাখারে (Bright Enobakhare)। নতুন করে ইস্টবেঙ্গল সমর্থকদের আলোচনায় প্রবেশ করেছেন তিনি। ইস্টবেঙ্গল সমর্থক এবং ফ্যান গ্রুপের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে ব্রাইটের স্টোরি।
ব্রাইটকে আবার নিয়ে আসা হোক, এমন দাবি ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকরা প্রায়ই তুলে থাকেন। ২০২১ মরসুমে লাল হলুদ শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। যে কটা ম্যাচ খেলেছিলেন সে ক’টা ম্যাচ বা মুহূর্ত এখনও ভুলতে পারছেন না ইস্টবেঙ্গল সমর্থকরা। ব্রাইটের সেই দৌড়, প্রতিপক্ষের ফুটবলারদের ড্রিবল করে গোল, এখনও যেন চোখের সামনে দেখতে পান লাল হলুদ সমর্থকরা। সম্প্রতি অতীতে ইস্টবেঙ্গলের জার্সি পরে মাঠে নামা অন্যতম সেরা স্কিলফুল ফুটবলার এই ব্রাইট এনোবাখারে।
#BrightEnobakhare on IG : EB ❤️💛#JoyEastBengal #EastBengalFC pic.twitter.com/z4Q6Toc2np
— Tᴏʀᴄʜ Bᴇᴀʀᴇʀs 🔴🟡 (@TORCH__BEARERS) September 25, 2023
ব্রাইট নিজেও হয়তো কলকাতায় কাটানো দিনগুলোর কথা ভুলতে পারেননি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ইস্টবেঙ্গলের জার্সিতে খেলা একটি মুহূর্তের ছবি পোস্ট করেছিলেন নাইজেরিয়ার এই ফুটবলার। ইস্টবেঙ্গলের জার্সির পর ছবির সঙ্গে যুক্ত করেছিলেন দুটো হার্ট সাইন, ভালোবাসার চিহ্ন।
ইস্টবেঙ্গলের স্ট্রাইকার সমস্যা আবার নতুন করে দেখা দিয়েছেন। ইন্ডিয়ান সুপার লীগের দশম সংস্করণের প্রথম ম্যাচে মুঠো মুঠো গোলের সুযোগ হাতছাড়া করেছে দল। নতুন স্ট্রাইকার বা গোল করার লোক নিয়ে আসার দাবি তুলতে শুরু করেছেন লাল হলুদ সমর্থকদের কেউ কেউ। অনেকে আবার বলতে শুরু করেছেন ব্রাইট এনোবাখারের কথা।