লিওনেল মেসিকে (Lionel Messi) নিয়ে পাওয়া গিয়েছে চমকপ্রদ খবর। আর্জেন্টিনার (Argentina) জাতীয় দলের কোচের ভূমিকায় লিও। মেসির কোচ হওয়ার বিষয়ে নাকি ছাড়পত্র দিয়েছে খোদ ফিফা! শুনতে অবিশ্বাস্য মনে হলেও বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে।
সম্প্রতি বলিভিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। সেদিন মাঠে ছিলেন না লিওনেল মেসি। তাকে ছাড়াই বড় ব্যবধানে জিতেছিল দল। মাঠে নাম থাকলেও মেসি ছিলেন ডাগ আউটে। অথচ তার নাম ছিল না স্কোয়াড লিস্টে। তাহলে কী করে ডাগ আউটে বসার অনুমতি পেলেন লিওনেল মেসি? উঠেছিল এই প্রশ্ন।
একটু খোঁজ খবর নিতেই পাওয়া যায় প্রশ্নের উত্তর। আর্ন্তজাতিক রিপোর্টের মতে, ফিফার নিয়ম মেনেই মেসি ডাগ আউটে আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচে ডাগ আউটে বসার সুযোগ পেয়েছিলেন। খেলতে না নামলেও তিনি দলের ফুটবলারদের সঙ্গে থাকতে চেয়েছিলেন। তাই শুধু মাত্র মেসির জন্য আলাদা করা উপায় বের করেছিল আর্জেন্টিনার ফুটবল নিয়ামক সংস্থা। মেসি সেদিন ডাগ আউটে বসে ছিলেন জাতীয় দলের কোচ হিসেবে, ফুটবলার হিসেবে নয়।
জানা গিয়েছে, বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচের দিন লিওনেল মেসির নাম ফুটবলার হিসেবে অন্তর্ভুক্ত করা ছিল না। বরং তিনি বসেছিলেন সহকারী কোচ হিসেবে। ফলতো ফুটবলারদের তালিকায় তার নাম না থাকলেও কোচিং স্টাফ হিসেবে ডাগ আউটে বসার সুযোগ পেয়েছিলেন তিনি। ফিফার সহকারী কোচের ফর্ম আউর্ণ করার পরেই তিনি সেখানে বসার অনুমতি পেয়েছিলেন।