চলতি এশিয়া কাপের (Asia Cup) অন্যতম রুদ্ধশ্বাস ম্যাচ হল মঙ্গলবার। মাত্র ২ রানের ব্যবধানে হল ম্যাচের নিষ্পত্তি। পরপর দুই ম্যাচ জিতে সুপার ফোরে নিজেদের জায়গা পাকা করল শ্রীলঙ্কা।
মঙ্গলবার লাহোরে ছিল এশিয়া কাপের ম্যাচ। মুখোমুখি শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নেমেছিল দ্বীপ রাষ্ট্রের দল। আফগানিস্তানকে অবশ্য হালকাভাবে নেওয়ার কোনো কারণ ছিল না। বাংলাদেশের বিরুদ্ধে আফগানিস্তান বড় ব্যবধানে হারলেও অঘটন ঘটানোর ক্ষমতা ছিল তাদের দলে। আর তিনটি রান করতে পারলে রশিদ খানরা অঘটন ঘটাতে পারতেন।
পাকিস্তানের গদ্দাফি স্টেডিয়ামে এদিন প্রথমে ব্যাট করতে নেমেছিল শ্রীলঙ্কা। বাংলাদেশের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ের পর তাদের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। নির্ধারিত পঞ্চাশ ওভারে স্কোরবোর্ডে ২৯১ রান তুলেছিল শ্রীলঙ্কা। ৮৪ বলে ৯২ রান করে দলের রানের চাকা ঘুরিয়েছিলেন কুশল মেন্ডিস। শ্রীলঙ্কার হয়ে এদিনের ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান পাথুম নিশানকা। ৪০ বলে খেলেছিলেন ৪১ রানের ইনিংস। আফগানিস্তানের হয়ে গুলবাদিন নবি নিয়েছিলেন ৪ উইকেট।
শ্রীলঙ্কার বিরুদ্ধে পরিচিতি ফর্মে ছিলেন না আফগানিস্তানের দুই ওপেনার। দ্বিতীয় ইনিংসের পঞ্চম উইকেটে পাল্টা লড়াই দিতে শুরু করেন আফগানরা। মহম্মদ নবি (৩২ বলে ৬৫ রান) ও শহীদির (৬৬ বলে ৫৯ রান);মধ্যে হয় ৮০ রানের পার্টনারশিপ। এই জুটির ফলে রোমাঞ্চকর হয়ে উঠেছিল ম্যাচ। মিডল এবং লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যানরাও কিছু কিছু রান যোগ করে চেষ্টা চালিয়েছিলেন।
শেষ পর্যন্ত সেটা যথেষ্ট প্রমাণিত হয়নি। আফগানিস্তানের সব আশা তছনছ করে দেন ধনঞ্জয় ডি সিলভা। নিজের দ্বিতীয় ওভারে তুলে নেন জোড়া উইকেট। যদিও এদিন শ্রীলঙ্কার সেরা বোলার কাসুন রজিথা, ৪টি উইকেট তার নামের পাশে।