Purba Medinipur: ‘ফল ভুগতে হবে মমতাকে’ বলা তৃণমূল সাংসদ শিশিরের পরিবার খুনের ভয় পাচ্ছে

নিজের জেলাতেই আক্রান্ত তৃণমূল সাংসদ শিশির অধিকারী। তিনি খাতায় কলমে তৃণমূল কংগ্রেসে থাকলেও বিজেপি শিবিরে চলে গেছেন গত বিধানসভা ভোটের সময়ে।

"MP Dibyendu Adhikari Voices Apprehensions Within Party: Expresses Fear for Family's Safety

নিজের জেলাতেই আক্রান্ত তৃণমূল সাংসদ শিশির অধিকারী। তিনি খাতায় কলমে তৃণমূল কংগ্রেসে থাকলেও বিজেপি শিবিরে চলে গেছেন গত বিধানসভা ভোটের সময়ে। মঙ্গলবার তিনি পূর্ব মেদিনীপুরের খেজুরিতে আক্রাম্ত হলেন। হামলায় অভিযুক্ত তৃণমূল। তবে জেলা টিএমসি এই হামলার নিন্দা করেছে। জানা গেছে সাংসদের গাড়িতে যে ইঁট পড়ে সামনের কাঁচ ভেঙেছে তাতে মাথায় চোট পান বর্ষীয়ান শিশির অধিকারী। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। শিশির অধিকারীর উপর হামলায় খবর পেয়ে প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে ফোন করা হয়।

কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী খেজুরি ২ নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী পঞ্চায়েত সমিতির নির্বাচনে ভোট দিতে গিয়ে আক্রান্ত হন। তাঁর অপর পূত্র ও তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর অভিযোগ নিজের দলেরই বিরুদ্ধে। দিব্যেন্দু বলেছেন, যে কোনও দিন খুন হয়ে যেতে পারে অধিকারী পরিবারের যে কেউ। তৃণমূলের সাংসদ হলেও দিব্যেন্দুও বিজেপির শিবিরে। তিনিও পিতা শিশির অধিকারীর মতো প্রকাশ্যে দলত্যাগ করেননি। গত বিধানসভা ভোটের আগে তৃণমূলের সাথে দূরত্ব বাড়ে অধিকারী পরিবারের। সাংসদ শিশির অধিকারীর উপর হামলার ঘটনায় জেলা ছাড়িয়ে রাজ্য সরগরম। তিনি বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর পিতা।

সম্প্রতি এগরা-২ পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটির ভোটাভুটিতে যোগ দিতে এসে ‘চোর-চোর’ স্লোগান শুনতে হয়েছিল হল কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারীকে। সেই স্লোগান দিয়েছিলেন তৃণমূল সমর্থকরা। এরপর শিশির অধিকারী বলেছিলেন এর ফল ভোগ করতে হবে মুখ্যমন্ত্রী মমতাকে। মঙ্গলবার তিনি খেজুরিতে ইঁটের আঘাতে জখম হলেন। এখানকার পঞ্চায়েত সমিতির নির্বাচন ঘিরে দফায় দফায় সংঘর্ষ শুরু হয় তৃ়ণমূল ও বিজেপির মধ্যে।

ঘটনাস্থলে যান কাঁথির সাংসদ শিশির অধিকারী এবং তাঁর আরও এক পুত্র বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী। তৃণমূল সমর্থকরা শিশির অধিকারীকে দলের হয়েই ভোট দিতে চাপ দেন। তখনই শুরু হয় বোমাবাজি। খেজুরি বিডিও অফিসের ছাদে বোমা পড়ে। অসুস্থ হয়ে পড়েন বিডিও ত্রিভুবন নাথ। তাঁকে নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে স্থায়ী সমিতি নির্বাচনের জন্য নিয়ে যাওয়া হয়। বিজেপির অভিযোগ তৃণমূলের অনুগামীরা ভীতি প্রদর্শন করার জন্যে বোমাবাজি শুরু করে। পুলিশকে বারবার জানালেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। তৃনমূলের অভিযোগ, বিজেপি হামলা করেছে।

গত বিধানসভা নির্বাচনের ঠিক আগে শুভেন্দু অধিকারীর তৃণমূল ত্যাগ ও বিজেপিতে যোগদান ঘিরে অধিকারী পরিবারের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব তৈরি হয়।মমতা-শিশির চরম বাকযুদ্ধ তৈরি হয়েছিল। নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী হয়েছিলেন মমতা। ভোট প্রচারে গিয়ে তিনি বিস্ফোরক দাবি করেন, বাম জমানায় নন্দীগ্রামে বাপ-ব্যাটার নির্দেশে গুলি চলেছিল। মমতার ইঙ্গিত ছিল শিশির ও শুভেন্দু অধিকারীর দিকে। এর পরেই সিপিআইএম দাবি করে, ততকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নির্দেশে গুলি চলেনি তার প্রমাণ হয়ে গেল।

নন্দীগ্রামের গুলি চালানোর ঘটনায় ততকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পান রাজনৈতিক ক্লিনচিট। আর মমতার সেই বিস্ফোরক দাবির পর শিশির অধিকারী সরাসরি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁকে মোদীর উপস্থিতিতে বিজেপির মঞ্চেও দেখা যায়। তবে তিনি সরাসরি নিজ মুখে তৃণমূল ত্যাগের কথা বলেননি।