ময়দানের হিংসা রুখতে মোহনবাগানের ইচ্ছেকে সাধুবাদ ইস্টবেঙ্গলের

কলকাতা ডার্বির ক্ষেত্রে বিগত কয়েক বছরের নিরিখে ইমামি ইস্টবেঙ্গল দলের তুলনায় মোহনবাগান সুপারজায়ান্টস এগিয়ে থাকলেও এবারের ডুরান্ড কাপের শুরুতেই গ্রুপ পর্বের ম্যাচে অপ্রত্যাশিতভাবে মোহনবাগান দলকে হারিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল দল।

Controversy Erupts: Mohun Bagan Secretary Takes Aim at East Bengal Officials Ahead of Durand Cup Final"

কলকাতা ডার্বির ক্ষেত্রে বিগত কয়েক বছরের নিরিখে ইমামি ইস্টবেঙ্গল দলের তুলনায় মোহনবাগান সুপারজায়ান্টস এগিয়ে থাকলেও এবারের ডুরান্ড কাপের শুরুতেই গ্রুপ পর্বের ম্যাচে অপ্রত্যাশিতভাবে মোহনবাগান দলকে হারিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল দল। তবে ফাইনাল ম্যাচে ফের তাদের কাছে পরাজিত হতে হয় লাল-হলুদ ব্রিগেডকে।

তারপর থেকেই বারংবার দুই দলের সমর্থকদের নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে স্টেডিয়াম সংলগ্ন চত্বর। শেষ দুইদিন ধরে সোশ্যাল সাইটে সেই ছবি ধরা দিয়েছে বারংবার। যেখানে প্রত্যেকবার মোহনবাগান সমর্থকদের হাতে আক্রান্ত হতে দেখা যায় লাল-হলুদ সমর্থকদের। তাদের জার্সি ছেড়া থেকে শুরু করে মারধর করা। বহু জিনিসের সাক্ষী থেকেছে নেটিজেনরা। সময় এগোনোর সাথে সাথে ক্রমশ নিন্দার ঝড় বয়ে গিয়েছে সর্বত্র।

   

সেই নিয়েই গতকাল লাল-হলুদের তরফে সাংবাদিক বৈঠক করার পর আজ প্রেস কনফারেন্স করে গোটা ঘটনার নিন্দা জানান মোহনবাগান সচিব দেবাশীষ দত্ত। তিনি বলেন,” বর্তমানে যে ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা। যারাই করে থাকুক তারা আইন ভঙ্গ করেছে। এক্ষেত্রে তারা যদি কোনো সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে ইস্টবেঙ্গল-মোহনবাগানের যৌথ আলোচনায় আমি সহমত।

এক্ষেত্রে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সাথে যদিও কোনো রকমের আলোচনা হয় সেক্ষেত্রে আমার মনে হয় যৌথভাবে একটি বিবৃতি দেওয়া উচিত। যে এরকম ঘটনা ময়দানে কখনোই কাম্য নয়। পাশাপাশি এক্ষেত্রে সাধারণ সমর্থকদের ও সচেতন থাকা উচিত। তাদের মাথায় রাখা প্রয়োজন আজ আপনি জিতে প্রতিপক্ষের সমর্থকদের মারধর করলে পরবর্তীতে তারা ও জিতে আপনাকে মারধর করতে পারে। তাই লড়াই যেন শুধুমাত্র মাঠেই থাকে সেদিকেই নজর রাখতে হবে।”

মোহনবাগান সচিবের এমন ভাবনাকে সাধুবাদ জানিয়েছে লাল-হলুদ শিবির। এই প্রসঙ্গে আজ ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, আমরা এই ভাবনাকে সাধুবাদ জানাচ্ছি। আমরা এটাই চাইছিলাম। তাছাড়া গত ডার্বির আগেও আমরা প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার পাশাপাশি সোশ্যাল সাইটের মাধ্যমে সমর্থকদের মধ্যে শান্তিশৃঙ্খলা রক্ষা করার কথা জানিয়ে ছিলাম। পাশাপাশি ডুরান্ড কমিটিকে ও জানানো হয়েছিল যাতে সতর্কতা অবলম্বন করা হয়। একইভাবে আমরা আগামী ডার্বির ক্ষেত্রে ও মোহনবাগান সচিবকে স্বাগত জানাচ্ছি। যে আমরা মিটিং করব। যৌথভাবে সমর্থকদের উদ্দেশ্যে একটি প্রেস কনফারেন্স করব। সকল সমর্থকদের উদ্দেশ্যে, যাতে তারা শান্তি বজায় রাখে।