আজ ডুরান্ড কাপের (Durand Cup) প্রথম ম্যাচেই বড়সড় ধাক্কা খেল লাল-হলুদ। এগিয়ে থেকে ও এলো না জয়। নির্ধারিত সময়ের শেষে বাংলাদেশ সেনার বিপক্ষে ২-২ গোলের ফলাফল নিয়ে শেষ হয় আজকের ম্যাচ। যা নিয়ে হতাশ আপামর ইস্টবেঙ্গল জনতা। লাল-হলুদের হয়ে গোল করেন যথাক্রমে দুই বিদেশি ফুটবলার সাউল ক্রেসপো ও জাভিয়ের সিভেরিও।
শেষ মুহূর্তে এসে বাংলাদেশ সেনা দলের হয়ে দুইটি গোল করেন যথাক্রমে মহম্মদ সাহারিয়ার ইমন ও মেহরাজ প্রধান। নতুন মরশুমের শুরুতে জয়ের আশা নিয়ে আজ ম্যাচ খেলতে মাঠে নামলেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হল দুই দলকে।
তবে আজ ম্যাচের শুরু থেকেই যথেষ্ট চনমনে থেকেছে লাল-হলুদ ব্রিগেড। খেলাতে ও তার প্রভাব দেখা গিয়েছিল প্রবলভাবে। প্রথম থেকেই যথেষ্ট দাপটের সাথে আক্রমণে উঠে আসতে থাকে দলের ফুটবলাররা। যারফলে ম্যাচের ঠিক ৩৩ মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন বিদেশি ফুটবলার সাউল ক্রেসপো। যারফলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইমামি ইস্টবেঙ্গল দল। তারপর থেকে আক্রমণ যেন আরও বাড়তে থাকে লাল-হলুদ শিবিরের তরফ থেকে। সেজন্য ম্যাচের অতিরিক্ত সময়ে ৪৯ মিনিটের মাথায় হেডে গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে দেন আরেক বিদেশি ফুটবলার জাভিয়ের সিভেরিও টোরো। প্রথমার্ধের শেষে এই দুই গোলের ব্যবধানেই এগিয়ে থাকে দল।
তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই নিজেদের ছন্দে ফেরার চেষ্টা করতে থাকে বাংলাদেশ সেনা দল। অপরদিকে নিজেদের আক্রমণ ধরে রাখার ভাবনা নিয়ে বারংবার আক্রমণে উঠে আসতে থাকে ইমামি ইস্টবেঙ্গল দলের ফুটবলাররা।তবে একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ থাকে দল। কিন্তু ম্যাচের শেষের দিকে নাটকীয়ভাবে ছন্দ হারাতে শুরু করে লাল-হলুদ ফুটবলাররা।
Full-time#EmamiEastBengal #DurandCup #EEBFCBAFT pic.twitter.com/4ZBJOifGQB
— East Bengal FC (@eastbengal_fc) August 6, 2023
সেই সুযোগ কাজে লাগিয়েই ইস্টবেঙ্গল দুর্গ ভেদ করে গোল করে চলে যান বাংলাদেশের মহম্মদ ইমন। তারপর দলের ডিফেন্ডারদের মধ্যে বাড়তি সাবধানতা দেখা গেলেও শেষ রক্ষা করা সম্ভব হয়নি। ম্যাচের একেবারে সময়ের দলের নয়া ফুটবলার জর্ডন এলসেকে নামিয়ে দেখে নিতে চাইলেও শেষ রক্ষা করা সম্ভব হয়নি। নিশু কুমারের অভাবের পাশাপাশি ডিফেন্সের ভুল ত্রুটির জেরে দ্বিতীয় গোল হজম করতে হয় লাল-হলুদকে।