Tomatoes: অগ্নিমূল্য বাজারে দোকানের তালা ভেঙে ৪০ কেজি টমেটো চুরি

আকাশছোঁয়া টমেটোর দাম (Soaring Tomato Prices)। দৈনন্দিন গৃহস্থের রান্নাঘরের একটি গুরুত্বপূর্ণ উপকরণ এই টমেটো। তবে গত কয়েক সপ্তাহে বেড়ে গিয়েছে এই সবজির দাম। ৩০-৪০ টাকা…

tomato prices

আকাশছোঁয়া টমেটোর দাম (Soaring Tomato Prices)। দৈনন্দিন গৃহস্থের রান্নাঘরের একটি গুরুত্বপূর্ণ উপকরণ এই টমেটো। তবে গত কয়েক সপ্তাহে বেড়ে গিয়েছে এই সবজির দাম। ৩০-৪০ টাকা কিলোর টমেটো পৌঁছেচে ১৫০-২০০ টাকা কেজি। হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এমন অবস্থার মাঝেই চুরি হয়ে গেল ৪০ কিলো টমেটো। ঝাড়খণ্ডের সবজি বাজারের কয়েকটি দোকান থেকে চুরি হয়ে গেল এই বিশাল পরিমাণ টমেটো (Tomatoes stolen)।

সবজি বিক্রেতারা ঝাড়খণ্ডের (Jharkhand) গুমলা জেলার (Gumla district) সদর বাজার থানায় (Sadar bazar police station) অভিযোগ দায়ের করলে ঘটনাটি সামনে আসে। তাদের করা অভিযোগ অনুযায়ী গুমলার ট্যাংড়া সবজি বাজারের প্রায় ৬৬ টি দোকান থেকে চুরি হয়েছে টমেটো। সবজি বিক্রেতাদের করা থানায় লিখিত অভিযোগ থেকে জানা যাচ্ছে যে চোরেরা ৬৬ টি দোকানের তালা ভেঙে প্রায় ৪০ কিলো টমেটো, ১০ কিলো আদা, ওজন মাপার ম্যাশিন (যা সব মিলিয়ে আনুমানিক ২ লাখ টাকার কাছাকাছি হবে) এবং কিছু জুরুরী জিনিষপত্র এবং নগদ টাকা। লিখিত অভিযোগে তারা আরও জানিয়েছেন যে শনিবার গুমলার ট্যাংড়া মার্কেটে কাজে এলে তখন তারা চুরির কথা জানতে পারেন।

   

টমেটো এবং অন্যান্য গুরুতকপূর্ণ জিনিষ চুরির প্রতিবাদে শনিবার বিক্রেতারা সমস্ত দোকান বন্ধ রাখে। (Tomatoes stolen) সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুমলা থানার এক আধিকারিক জানান যে পুলিশ ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের পাকড়াও করতে তারা উদ্যোগী হয়েছে।