Durand Cup-এ শুরুটা রাজকীয়ভাবে করল মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। বাংলাদেশ আর্মি ফুটবল (Bangladesh Army) দলের বিরুদ্ধে ৫-০ গোল জিতেছে দল। ম্যাচের অন্যতম নায়ক লিস্টন কোলাসো (Liston Colaco)। ম্যাচের পর যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে বেরোনোর সময় বললেন আসন্ন বড় ম্যাচের কথা।
কলকাতা ফুটবল লীগে দুর্বার গতিতে এগিয়ে চলেছে পালতোলা নৌকা। পদ্মা পাড়ের ক্লাবের বিরুদ্ধেও অপ্রতিরোধ্য মেরিনাররা। প্রথম একাদশে লিস্টন কোলাসো ও মনভির সিং-কে নামিয়ে আক্রমণের ঝাঁঝ কয়েক গুণ বাড়িয়ে গিয়েছিল মোহন বাগান সুপার জায়ান্ট। আগামী ১২ আগস্ট Durand Cup-এ চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামবে মোহনবাগান। তার আগে আত্মবিশ্বাসী দেশের অন্যতম সেরা ফরোয়ার্ড লিস্টন।
বাংলাদেশ আর্মির বিরুদ্ধে ম্যাচে একটি গোল এবং একটি অ্যাসিস্ট নিজের নামের পাশে যুক্ত করেছেন কোলাসো। স্টেডিয়াম ছেড়ে বেরোনোর সময় তাকে ঘরে বাগান সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তিনিও হাসি মুখে শুভেচ্ছা বিনিময় করেছেন সমর্থকদের সঙ্গে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি।
Liston Colaco opens his account for the new season! ⚡️💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/eRFucftqUJ
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 3, 2023
সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে লিস্টন কোলাসো বলেছেন, “দারুণ লাগছে এই জয় পেয়ে। মরসুমের শুরুতে গোল পাওয়া এবং ম্যাচ থেকে পুরো পয়েন্ট অর্জন করা আমাদের জন্য বড় ব্যাপার। বাকি মরসুমের জন্য আত্মবিশ্বাস যোগাবে আমাদের।” এরপরেই ডার্বি প্রসঙ্গে বলেছেন, “ডার্বির কথা আমাদের মাথায় রয়েছে। ইতিমধ্যে আমরা প্রস্তুতি নেওয়া শুরু করেছি। ভালো কিছুর ব্যাপারে আশাবাদী।”