IND vs WI 3rd ODI: এলিট খাতায় মাহির পাশে ইশান কিশান

IND vs WI 3rd ODI: ওয়েস্ট ইন্ডিজ সফরে আরও একটি হাফ সেঞ্চুরি করলেন ইশান কিশান (Ishan Kishan)। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে জয়ের বড় রান টার্গেট দেয় ভারত।

Ishan Kishan

IND vs WI 3rd ODI: ওয়েস্ট ইন্ডিজ সফরে আরও একটি হাফ সেঞ্চুরি করলেন ইশান কিশান (Ishan Kishan)। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে জয়ের বড় রান টার্গেট দেয় ভারত। সেই রানে ৭৭ রান অবদান রয়েছে ইশানের। ৬৪ বলের এই আগ্রাসী ইনিংসে রয়েছে তিনটি ছক্কা ও আটটি চার।

হাফ সেঞ্চুরির সাথে এক এক অভিজাত তালিকায় নাম চলে এল উইকেটরক্ষক-ব্যাটার ইশান কিশানের। সেই অভিজাত ক্লাবের স্থান উজ্জ্বল করে রয়েছেন এমএস ধোনি, দিলীপ ভেঙ্গসরকার, মহম্মদ আজহারউদ্দিনের মতন কিংবদন্তিরা। দ্বিপাক্ষিক ওডিআই সিরিজের তিনটি ম্যাচেই অর্ধশতক করা সর্বশেষ ভারতীয় ব্যাটসম্যান হওয়ায় সেই তালিকায় নাম প্রবেশের ছাড়পত্র পেলেন ইশান কিশান।

আসন্ন বিশ্বকাপের আগে এখনো পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে ভারতীয় দল। এর মাঝেই জিও টিভির এক অনুষ্ঠানে প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝা বললেন যে ইনিংসের গতি বাড়াতে হবে এবার ভারতীয় ব্যাটারদের। প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১১৪ রান তাড়া করতে গিয়েই পাঁচ উইকেট হারিয়েছিল ভারত। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে একটি অত্যন্ত নিম্নমানের ক্রিকেট খেলে এই দল।

ওঝা আরো বলেন যে শ্রেয়াস আইয়ার এবং কেএল রাহুলের মতো কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতি দলের পক্ষে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়া সমস্তদায় হয়ে যাবে।