Anjali Arora: অঞ্জলির বক্ষ বিভাজিকা স্পষ্ট, শরীরী হিল্লোলে পুরুষ মন ঘায়েল

সোশ্যাল মিডিয়ায় ১.২৮ কোটি অনুরাগী। বিনোদন-প্রিয় নেটাগরিকদের সার্চের তালিকায় সর্ব প্রথম এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। অন্যান্যদের তুলনায় সব থেকে বেশি ফলোয়ার তাঁর। তিনি এই মুহূর্তে ট্রেন্ডিং তারকা অঞ্জলি আরোরা (Anjali Arora)।

Anjali Arora

short-samachar

সোশ্যাল মিডিয়ায় ১.২৮ কোটি অনুরাগী। বিনোদন-প্রিয় নেটাগরিকদের সার্চের তালিকায় সর্ব প্রথম এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। অন্যান্যদের তুলনায় সব থেকে বেশি ফলোয়ার তাঁর। তিনি এই মুহূর্তে ট্রেন্ডিং তারকা অঞ্জলি আরোরা (Anjali Arora)।

   

অঞ্জলির ভিডিও সর্বদাই ভাইরাল হয়ে যায়। তাঁর বোল্ড ছবি বরাবরই প্রিয় তাঁর অনুরাগীদের কাছে। খুব সহজেই তাঁর ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়ে নেট মাধ্যমে। পুরুষ অনুরাগীদের মনে-হৃদয়ে সর্বদা মেতে থাকেন এই সুন্দরী। ফ্যাশন দুনিয়াও বেশ কাঁপিয়ে বেরাচ্ছেন বহুদিন ধরেই। ক্যারিয়ার শুরু করেন গানের ভিডিওতে লিপ ভিডিও তৈরি করে। তাঁর ছোট ছোট ভিডিও ক্লিপ বহুবার ভাইরাল হয়ে গিয়েছে অনল সময়েই।

তবে এই উর্বষীর পুরনো এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়ে গিয়েছে এবং তাঁর বোল্ড লুক ফের ভাইরাল। ছবিতে তাঁর যৌবন স্পষ্ট! ঝড়ে পড়ছে আগুন। দেখা যাচ্ছে বক্ষ বিভাজিকা। শরীরের বক্ররেখায় উন্মুক্ত জনতা। বিচে কালো রঙের পোশাকে করেছে পুরুষের মন উথাল-পাথাল। তাঁর শরীরী হিল্লোল বরাবর করেছে পুরুষ অনুরাগীদের আক্ক্রিষ্ট।

মঙ্গলবার অঞ্জলির এক পুরনো ভিডিও নেট মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে তাঁর শরীরি ভাঁজ দেখে হাঁ তার ভক্তকুল। ভিডিও তে ২৩-বছরের অঞ্জলিকে সূর্য্যাস্তের সময় বিচে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পিঠ খোলা কালো ক্রচেট ব্রা টপ পড়ে আছেন দেখা যাচ্ছে ভিডিওতে। সঙ্গে পড়েছেন জাঙ্ক জুয়েলারী। চুলটাকে খোলা রেখে করেছেন ভক্তদের উন্মুক্ত।

খোলা শরীরে পড়ছে সূর্যের ঝলক। শরীর করে উঠেছে ঝলমল। হৃদয়কারা দৃশ্যে অঞ্জলি নিজের চুলে আলতো করে হাত বুলিয়ে খেলছেন। ভিডিও ভাইরাল হতেই এসেছে কমেন্টের বন্যা। অনুরাগীরা প্রশংসা করেছেন অঞ্জলির সৌন্দর্যের।

বহু গানের ভিডিওতে তাঁকে দেখা গিয়েছে এর আগে। ALT বালাজির Lock Upp শো-তে কাজ করে জনপ্রিয়তা লাভ করেন অঞ্জলি আরোরা। Lock Upp এর সঞ্চালনা করেন অভিনেত্রী কঙ্গনা রাণাউত। রেয়্যালিটি শো Lock Upp এ দ্বিতীয় রানার আপ হন অঞ্জলি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)