Ukraine War: পুতিনের নির্দেশে পরমাণু অস্ত্র পাঠানো শুরু, তীব্র শোরগোল আমেরিকায়

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (putin) নির্দেশে ইউরোপীয় ইউনিয়নের সীমান্তে পরমাণু অস্ত্র (nuclear weapons) মজুত শুরু করল (Russia) রাশিয়া। ইউক্রেনের সাথে সংঘর্ষের (Ukraine War) মাঝে এই…

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (putin) নির্দেশে ইউরোপীয় ইউনিয়নের সীমান্তে পরমাণু অস্ত্র (nuclear weapons) মজুত শুরু করল (Russia) রাশিয়া। ইউক্রেনের সাথে সংঘর্ষের (Ukraine War) মাঝে এই পরমাণু অস্ত্রসম্ভার মজুত করা হচ্ছে রাশিয়ার মিত্র দেশ বেলারুশের (Belarus)  জমিতে।

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জানিয়েছেন, পরমাণু অস্ত্র হস্তান্তর করা শুরু হয়েছে।মস্কো সফর করে বেলারুশ প্রেসিডেন্টের এমন দাবির পর বিশ্বে শোরগোল। প্রশ্ন উঠছে, এরপর কি ইউক্রেনের যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন পুতিন? রুশ অবস্থান নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়েছে তীব্র আলোড়ন।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

ওয়াশিংটনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়েরে রাশিয়ার এমন পদক্ষেপকে দায়িত্বহীন ও উস্কানিমূলক কর্মকাণ্ডের আরেকটি উদাহরণ বলে কটাক্ষ করেছেন।

চলতি রুশ-ইউক্রেন সংঘর্ষে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলি। বিভিন্ন দেশ লাগাতার অস্ত্র সরবরাহ করছে ইউক্রেনে। সেই অস্ত্র নিয়ে ক্রমাগত রাশিয়ার বিরুদ্ধে প্রত্যাঘাত করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

গত মার্চ মাসে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছিলে তিনি বেলারুশে কৌশলগত পরমাণু অস্ত্র স্থাপন করবেন। পুতিনের এমন ঘোষণার কঠোর নিন্দা জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের ঘনিষ্ঠ দেশগুলি।