‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ (The Diary of West Bengal) ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তড়জা। ছবির পরিচালককে আইনি নোটিশ দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। ছবিটির মাধ্যমে বাংলাকে বদনাম করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ।
ওয়াসিম রিজভি ফিল্মস প্রেজেন্টস দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল প্রযোজনা করেছেন জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগী। ছবির লেখক পরিচালক সনোজ মিশ্র এবং সহ-প্রযোজক তাপস মুখার্জি ও অচিন্ত্য বোস। এই চলচ্চিত্রটি বাংলাদেশের কট্টরপন্থী সংগঠন রোহিঙ্গা মুসলমানের ওপর নির্মিত বলে জানা গেছে।
উল্লেখ্য, এই ছবির ট্রেলার প্রথম লক্ষ্ণৌতে লঞ্চ করা হয়েছিল। ট্রেলার লঞ্চের সময়, চলচ্চিত্র নির্মাতা জিতেন্দ্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযুক্ত করে বলেন, এই রোহিঙ্গা মুসলমানরা বাংলায় আইডি তৈরি করে সারা দেশে ছড়িয়ে পড়ছে, যা একটি নির্দিষ্ট উদ্দেশ্যে সারা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বাংলায় বসবাসকারী হিন্দু পরিবারগুলোকে তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য করা হচ্ছে। তাদের ওপর যে অত্যাচার করা হচ্ছে, তা দেখানো হয়েছে এই ছবিতে। সম্ভবত ছবিটি ২০২৩ সালের আগস্টে মুক্তি পাবে।
উল্লেখ্য, ছবিটির ট্রেলার দেখে বোঝা যাচ্ছে, ছবিটি পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কেন্দ্র করে। ছবির ট্রেলারের শুরুতেই CAA এবং NRC-র কথা বলা হচ্ছে। ছবিতে হিন্দুদের প্রতি অবিচারের গল্প দেখানো হচ্ছে।
পশ্চিমবঙ্গকে কাশ্মীরের সঙ্গে তুলনা করা হচ্ছে। ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রকে খলনায়ক হিসেবে দেখানো হয়েছে। ছবির ট্রেলারে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের হিন্দুদের ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্রমাগত অবিচার করছে।