UK: কোহিনূর ঝলকে নতুন রানি ক্যামেলিয়ার অপেক্ষায় ব্রিটেন

রানির সিংহাসনে (UK) সাত দশক পূর্ণ করেছেন এলিজাবেথ দ্বিতীয় (Queen Elizabeth II)। নতুন রানি পেতে চলেছে ব্রিটেন। যতোদিন জীবিত ততদিন রানি, এই প্রথাকে ফুৎকারে উড়িয়েছেন…

UK

রানির সিংহাসনে (UK) সাত দশক পূর্ণ করেছেন এলিজাবেথ দ্বিতীয় (Queen Elizabeth II)। নতুন রানি পেতে চলেছে ব্রিটেন।

যতোদিন জীবিত ততদিন রানি, এই প্রথাকে ফুৎকারে উড়িয়েছেন দ্বিতীয় এলিজাবেথ। তাঁর বর্তমানেই মখমলের আসনে অধিষ্ঠিত হবেন নতুন রানি। এলিজাবেথের উত্তরসুরী কে হবেন তা আগেই আঁচ করা গিয়েছিল। বাকি ছিল রাজকীয় ঘোষণার। প্রিন্স চার্লস চেয়েছিলেন তাঁর স্ত্রীকে দেওয়া হোক রানির মর্যাদা। রানিমার কাছে বছর তিন আগেই তিনি আবেদন করেছিলেন বলে শোনা গিয়েছিল। আবেদন মঞ্জুর হওয়ার সম্ভাবনাই সবথেকে বেশি বলে মনে করা হচ্ছে।

ব্রিটেনের সঙ্গে কোহিনূর বসানো সেই মুকুটটি পাবে নতুন মালকিন। সম্ভবত এলিজাবেথপুত্রের স্ত্রী ক্যামেলিয়ার শিরস্থানে বসবে মুকুটটি। চার্লস হবেন ব্রিটেনের রাজা। স্ত্রী ক্যামেলিয়া রানি। 

রেওয়াজ অনুযায়ী রাজবংশের কোনো উত্তরসুরীকেই রানির মর্যাদা দেওয়া হয়। ছেদ পড়তে পারে সাবেক এই রীতিতে। এলিজাবেথের মৃত্যুর পর চার্লসের রাজা হওয়া নিশ্চিত। মনে করা হয়েছিল তাঁর স্ত্রী হবেন ‘কুইন কনসর্ট’। যার অর্থ ক্যামিলার ভবিষ্যৎ পরিচিতি হবে ‘রানি ক্যামিলা’ হিসেবে। ডেইলি মেইলের এক প্রতিবেদন অনুযায়ী, রাজার অভিষেকের সময় এলিজাবেথের অমূল্য প্লাটিনাম ও হীরের মুকুটটি যাবে ক্যামিলার মাথায়। দ্বিতীয় এলিজাবেথ নিজে জানিয়েছেন, ব্রিটেনের পরবর্তী রানি হিসেবে পরিচিত হোক ‘ডাচেস অব কর্নওয়াল’ ক্যামিলা।

মনে করা হয়, বহুমূল্য সেই মুকুট এসেছিল অটোমানদের হাত থেকে। ১৮৫৬ সালে ক্রিমিয়ার যুদ্ধে অটোমানদের সাহায্য করার জন্য রানি ভিক্টোরিয়াকে কৃতজ্ঞতাস্বরূপ এই মুকুট উপহার দিয়েছিলে তুরস্কের সুলতান। রানিমাতার মুকুটে মোট ২ হাজার ৮০০টি হীরকখণ্ড রয়েছে। মুকুটের সামনে যে ক্রসটি রয়েছে তাতে বসানো ১০৫ ক্যারেটের কোহিনূর হীরে। 

কোহিনূরকে ফিরিয়ে আনার জন্য বহু চেষ্টা করেছে ভারত। কিন্তু এখনও অব্দি সম্ভব হয়নি। আগামী দিনে সম্ভব হবে এমনটা মনে করতে পারছেন না সিংহভাগ বোদ্ধা। অটোমান থিওরির পাশাপাশি ইতিহাস বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন, প্রায় ১৬৭ বছর আগে ব্রিটিশদের হাতে চলে গিয়েছিল কোহিনূর হীরে। লর্ড ডালহৌসির আমলে ইঙ্গ-শিখ যুদ্ধে শিখরা পরাজিত হওয়ার পর সন্ধির নামে মহারাজা রনজিত সিং-এর কাছ থেকে কোহিনূর কার্যত ছিনিয়ে নিয়েছিলেন ডালহৌসি। সেখান থেকে সোজা ইংল্যান্ডের রানির মুকুটে।