Hijab: দফায় দফায় উত্তপ্ত রাজ্য, জারি ১৪৪ ধারা

হিজাব বিতর্ক অব্যাহত কর্নাটকে (Karnataka)। পড়ুয়াদের বিক্ষোভের জেরে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য। জারি হল ১৪৪ ধারা। হিজাব ইস্যুতে হাইকোর্টের শুনানির আগে কর্নাটকের একটি…

হিজাব বিতর্ক অব্যাহত কর্নাটকে (Karnataka)। পড়ুয়াদের বিক্ষোভের জেরে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য। জারি হল ১৪৪ ধারা।

হিজাব ইস্যুতে হাইকোর্টের শুনানির আগে কর্নাটকের একটি কলেজের বাইরে গেরুয়া স্কার্ফ এবং হিজাব পরিহিত শিক্ষার্থীদের মধ্যে একটি বিক্ষোভ শুরু হয়েছে। হিন্দু পড়ুয়াদের জয় শ্রীরাম স্লোগান দিতে শোনা যায়। অন্যদিকে হিজাব পরিহিত পড়ুয়াদের আল্লাহর নাম নিতে শোনা গিয়েছে। এমনকি দুপক্ষের মধ্যে পাথর ছোঁড়াছুড়ি হয়। কলেজ ক্যাম্পাসে হিজাব বিতর্ক নিয়ে বিক্ষোভের সময় পাথর ছোড়ার ঘটনার পর শিবমোগা জেলা প্রশাসন শহরে ১৪৪ ধারা জারি করেছে।

বেশি বিক্ষোভ হচ্ছে উদুপ্পি জেলায়। মিছিলে শয়ে শয়ে পড়ুয়াকে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই বিক্ষোভের ছবি, ভিডিও যথেষ্ট ভাইরাল হয়েছে। এদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী বিসি নাগেশ হিজাব বিতর্কের পিছনে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। কংগ্রেস নেতা ডিকে শিবকুমার একটি টুইট করে লিখেছেন, “কর্নাটকের কিছু শিক্ষা প্রতিষ্ঠানের পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে গেছে যে, এক ক্ষেত্রে জাতীয় পতাকার পরিবর্তে গেরুয়া পতাকা লাগানো হয়েছে। আমি মনে করি, আইনশৃঙ্খলা ফেরাতে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো এক সপ্তাহের জন্য বন্ধ রাখা উচিত। অনলাইনে পড়াশুনা চলতে পারে”।