মাত্র ৫ মিনিটেই শেষ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের সব টিকিট!

বাইশগজে ভারত-পাকিস্তান যুদ্ধ মানেই একটা আলাদা উত্তেজনা। ম্যাচের বহু আগেই থেকেই শুরু হয়ে প্রাক্তনীদের বাকযুদ্ধ। এই লড়াইয়ে শামিল হয়ে যান বর্তমান ক্রিকেটাররাও। পাশাপাশি দু’দেশের সমর্থকদের…

বাইশগজে ভারত-পাকিস্তান যুদ্ধ মানেই একটা আলাদা উত্তেজনা। ম্যাচের বহু আগেই থেকেই শুরু হয়ে প্রাক্তনীদের বাকযুদ্ধ। এই লড়াইয়ে শামিল হয়ে যান বর্তমান ক্রিকেটাররাও। পাশাপাশি দু’দেশের সমর্থকদের মধ্যেও উত্তেজনার পারদ ওঠে তুঙ্গে। যার প্রকৃষ্ট প্রমাণ মেলে ম্যাচের টিকিটে।

এবারও তার অন্যথা হয়নি। চলতি বছরই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। তারই টিকিট বিক্রি শুরু হয়ে গেল। বলা ভালো, শেষ হয়ে গেল! সোমবার টিকিট বিক্রি শুরুর মাত্র পাঁচ মিনিটের মধ্যেই সাধারণ গ্যালারির সমস্ত টিকিট শেষ হয়ে গিয়েছে ভারত-পাক মহারণের।

২৩ অক্টোবর ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। ২৭ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত। তবে সেই ম্যাচে রোহিত শর্মাদের প্রতিপক্ষ কে হবে, তা এখনও জানা যায়নি। কিন্তু মজার বিষয়, মেন ইন ব্লুর সেই ম্যাচের টিকিটও শেষ সব বিক্রি হয়ে গিয়েছে ইতিমধ্যে।

১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্টটি অস্ট্রেলিয়ার সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার ২০১৫ সালে অ্যাডিলেডে ওডিআই বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেবারও টিকিট বিক্রি শুরুর মিনিট খানেকের মধ্যেই সব শেষ হয়ে গিয়েছিল। এদিকে, সাধারণ দর্শকদের টিকিট শেষ হলেও হসপিটালিটি ও ট্রাভেল প্যাকেজ এখনও বাকি রয়েছে। এই টুর্নামেন্টে শিশুদের জন্য টিকিটের দাম ধরা হয়েছে ৫ মার্কিন ডলার এবং প্রাপ্তবয়স্কদের জন্য ২০ মার্কিন ডলার।

আসরের প্রধান নির্বাহী মিচেল এনরাইট জানিয়েছেন, বিক্রি হওয়া টিকিটের বেশিরভাগ কিনেছেন অস্ট্রেলিয়ার জনগনরা। এছাড়া তিনি আশা প্রকাশ করছেন, আসরটি শুরুর পর প্রচুর আন্তর্জাতিক দর্শক মাঠে খেলা দেখতে আসবে। টুর্নামেন্ট কর্তৃপক্ষ্রে তরফ থেকে জানানো হয়েছে, আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে ২২ অক্টোবর সিডনির ম্যাচ, ইংল্যান্ডের বিপক্ষে মেলবোর্নের ২৮ অক্টোবরের ম্যাচ ও ১৩ নভেম্বর মেলবোর্নে ফাইনালের টিকিটও প্রায় শেষের মুখে।