নির্বাচনের আগে প্রার্থীর অফিসের সামনে জোড়া বিস্ফোরণ, মৃত ২২

বালুচিস্তান: বৃহস্পতিবার পাকিস্তানে নির্বাচন৷ এর ঠিক আগের দিন অর্থাৎ বুধবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে গেল বালুচিস্তানে৷ ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২২৷ আহত বহু৷ ভোটের…

বালুচিস্তান: বৃহস্পতিবার পাকিস্তানে নির্বাচন৷ এর ঠিক আগের দিন অর্থাৎ বুধবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে গেল বালুচিস্তানে৷ ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২২৷ আহত বহু৷ ভোটের আগে এই বিস্ফোরণের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে৷ প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে৷

জানা গিয়েছ, প্রথম বিস্ফোরণটি ঘটেছে পিশিন জেলার এক স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ের কাছে৷ সেখানে ১২ জন নিহত হয়েছেন৷ আহত প্রায় ২৪ জন৷ দ্বিতীয় বিস্ফোরণটি হয়েছে আফগানিস্তানের বর্ডারের কাছে কিলা সাইফুল্লাহ শহরের একটি ধর্মীয় দলের কার্যালয়ের সামনে৷ সেখানে মৃতের সংখ্যা ১২৷ আহতের সংখ্যা জানা যায়নি৷

বালুচিস্তানের যে জায়গায় বিস্ফোরণ হয়েছে, সেখানে ১০ হাজার পুলিশ মোতায়েন ছিল৷ তারপরও কীভাবে বিস্ফোরণ হয়, তা নিয়ে রয়েছে প্রশ্ন৷ বিস্ফোরণের পর ভোটকেন্দ্রে নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে৷ তবে বুধবারের হামলার পিছনে কে বা কারা ছিল তা এখনও জানা যায়নি৷