নয়া উদ্যোগ রাজ্যের, জল-রাস্তা নিয়ে নালিশ এখন WhatsApp-এ

কলকাতা: নয়া উদ্যোগ নিল রাজ্য৷ যে কোনো প্রান্তের জলের সমস্যা বা বেহাল রাস্তার অভিযোগ এবার থেকে সরাসরি রাজ্য সরকারকে জানানো যাবে WhatsApp-এ৷ বুধবার বিধানসভা অধিবেশন…

Whatsapp

কলকাতা: নয়া উদ্যোগ নিল রাজ্য৷ যে কোনো প্রান্তের জলের সমস্যা বা বেহাল রাস্তার অভিযোগ এবার থেকে সরাসরি রাজ্য সরকারকে জানানো যাবে WhatsApp-এ৷ বুধবার বিধানসভা অধিবেশন চলাকালীন এই অভিনব উদ্যোগের কথা ঘোষণা করেন রাজ্যের মন্তত্রী পুলক রায়৷

এবার থেকে রাজ্যের যে কোনও প্রান্তে পূর্ত দফতরের কোনও রাস্তা কোথাও খারাপ থাকলে ৯০৮৮৮২২১১১ এই নম্বরে অভিযোগ করা যাবে৷ অন্যদিকে, জনস্বাস্থ্য কারিগরি দফতরেও হোয়্যাটস‌অ্যাপ নম্বর চালু করা হয়েছে৷ পানীয় জল পাওয়ার ক্ষেত্রে কোনও অভিযোগ থাকলে ৮৯০২০২২২২২ এবং ৮৯০২০৬৬৬৬৬ এই নম্বরগুলিতে সমস্যা জানাতে পারবে সাধারণ মানুষ৷

এদিন জলের প্রকল্পে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছেন না বলেও অভিযোগ তোলেন পুলক রায়৷ জল প্রকল্পে টাকা দিচ্ছে না কেন্দ্র৷ ৭৫ লক্ষ বাড়িতে জল দিচ্ছে রাজ্য৷ কেন্দ্র ও রাজ্যের ৫০ শতাংশ হারে টাকা দেওয়ার কথা৷ কিন্তু কেন্দ্র তা দিচ্ছে না৷ তাই বাধ্য হয়ে রাজ্যকে এই প্রকল্পে ৭৫ শতাংশ অর্থ খরচ করতে হচ্ছে৷