Tsunami Alert: সাগর গভীরে তীব্র মাত্রার ভূমিকম্প, জাপানে সুনামি সতর্কতা

সাম্প্রতিক সময়ে সবথেকে তীব্র দুলুনি। রিখটার স্কেলে এই তীব্রতা ৭.৫ মাত্রা। এমনই তীব্র কম্পনে কাঁপল জাপান। জাপানে আবারও ভূমিকম্প। জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি জানিয়েছে, পশ্চিম জাপানে…

সাম্প্রতিক সময়ে সবথেকে তীব্র দুলুনি। রিখটার স্কেলে এই তীব্রতা ৭.৫ মাত্রা। এমনই তীব্র কম্পনে কাঁপল জাপান। জাপানে আবারও ভূমিকম্প। জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি জানিয়েছে, পশ্চিম জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পটি নোটো, ইশিকাওয়াতে আঘাত এনেছে। সোমবারের ভূমিকম্পের কারণে ইশিকাওয়াতে তাৎক্ষণিক সুনামির সতর্কতা (Tsunami Alert) জারি করা হয়েছে।

দ্য জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী টোকিও ও কান্তো অঞ্চলে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। জাপানি পাবলিক ব্রডকাস্টার এনএইচকে-এর মতে, সুনামির সতর্কতার পর ৫ মিটার উচ্চতা পর্যন্ত ঢেউয়ের সম্ভাবনার কারণে জনগণকে দ্রুত উপকূলীয় এলাকা ছেড়ে উঁচু ভূমিতে সরে যেতে বলা হয়েছে।

গত বৃস্পতিবার জাপানে জোড়া ভূমিকম্প হয়েছিল। এবার নতুন বছর শুরুর দিনেই ফের দুলে গেল জাপান। রিখটার স্কেলে সাধারণত ৫ মাত্রার বেশি কম্পন ধরা পড়লে সেই কম্পনকে বলা হয় তীব্র। সোমবার ৭.৫ মাত্রার কম্পন সেক্ষেত্রে অতি তীব্র বলে বিবেচিত হলো।

ভূ-বিজ্ঞানীরা সতর্কতা জারি করছেন হিমালয় অঞ্চলে একটি বিশাল ভূমিকম্প যা ৮.৫ মাত্রার হতে পারে। কারণ, হিমালয়ের অঞ্চলে মাটির নিচে প্রবল সংঘর্ষ চলছে দুটি ভূ-স্তরের। সেই কারণে বারবার হিমালয় এলাকার নেপাল ও ভারতের অংশে মাটি বারবার দুলছে।

গবেষণা ইঙ্গিত করেছে ৮.৫ এবং ৯ মাত্রার মধ্যে আনুমানিক একটি বিপর্যয়কর ভূমিকম্প, ১৪ এবং ১৫ শতকের মধ্যে হিমালয়ে ঘটেছিল। এর ফলে ৬০০ কিলোমিটার ভূমি চিরে ফাঁক হয়ে গেছিল। তবে কেন্দ্রীয় হিমালয়ে ঘন ঘন কম-তীব্রতার ভূমিকম্প হওয়া সত্ত্বেও, কয়েক শতাব্দী ধরে কোনও বড় ভূমিকম্পের কার্যকলাপ হয়নি। উল্লেখযোগ্য কম্পনের এই অনুপস্থিতির মানে এই অঞ্চলে একটি উল্লেখযোগ্য চাপ তৈরি হচ্ছে যার ফলে পরবর্তীকালে একটি বড় ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে।