OYO Room: বর্ষবরণের আনন্দ নিতে ৬ লাখের বেশি রুম বুকিং

ফের শিরোনামে অযোধ্যা৷ অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে৷ ২২ জানুয়ারি মন্দির উদ্বোধন৷ এই সবকে পিছনে ফেলে বছরের শুরুতেই খবরের হেডলাইনে আরও একবার…

ফের শিরোনামে অযোধ্যা৷ অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে৷ ২২ জানুয়ারি মন্দির উদ্বোধন৷ এই সবকে পিছনে ফেলে বছরের শুরুতেই খবরের হেডলাইনে আরও একবার রামভূমি৷ বর্ষবরণে মেতেছে গোটা দেশ৷ সুইগি, জোমাটো, ব্লিঙ্কিট সহ একাধিক অনলাইন অ্যাপে বন্যা বয়ে গিয়েছে অর্ডারের৷ সেই সঙ্গে সর্বকালীন রেকর্ড বুকিংয়ের সাক্ষী হয়েছে OYO- ও৷

বন্ধুদের সঙ্গে পার্টি হোক বা সঙ্গীর সঙ্গে একান্ত সময় কাটানোর ক্ষেত্রে সবার আগে নাম আসে OYO-র৷ বর্ষবরণে এই OYO- র বুকিং রেকর্ড গড়ল৷ OYO- র প্রতিষ্ঠাতা ও CEO রীতেশ আগরওয়াল জানান, বর্ষবরণের রাতে দেশে ও বিদেশে OYO- তে বুকিংয়ের মাত্রা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে৷

   

তিনি আরও জানান, বর্ষবরণের রাতে OYO- তে প্রায় ৬,২০,০০০ হোটেল বুকিং হয়েছে৷ এই সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় ২ লাখ বেশি৷ আগের বছরের তুলনায় ৩৭ শতাংশ বেশি বুকিং হয়েছে৷ তবে কয়েক বছর আগেও গোয়া, দিল্লি, মুম্বই, মানালির মতো শহরগুলো হোটেল বুকিংয়ে এগিয়ে থাকত৷ কিন্তু এবছর এইসব জায়গাকে পিছনে ফেলে দিয়েছে অযোধ্যা৷

বর্ষবরণে দেশের মধ্যে OYO -তে সবচেয়ে বেশি রুম বুকিং রয়েছে অযোধ্যায়৷ প্রায় ৭০ শতাংশের বেশি রুম বুকিং হয়েছে রামভূমিতে৷ নৈনিতালে ৬০ ও গোয়াতে ৫০ শতাংশ বুকিং হয়েছে৷ রাম মন্দির উদ্বোধন উপলক্ষে ব্যস্ততা তুঙ্গে অযোধ্যা৷ ঢল নামবে দর্শনার্থীদের৷ তাই তার আগে রামভূমিতে OYO রুম বুকিং-এ রেকর্ড গড়েছে বলে দাবি একাংশের৷