Vladimir Putin: রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা। বিশ্ব জুড়ে প্রবল আলোড়ন। পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত৷

Vladimir Putin ordered a two-day ceasefire in Ukraine

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা। বিশ্ব জুড়ে প্রবল আলোড়ন। পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত৷ ইউক্রেনে হামলার নির্দেশ দেওয়া ও যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক আদালত।

সংবাদ সংস্থা রয়টার্স ও বিবিসির খবর ইউক্রেনে যুদ্ধাপরাধ ঘটানো এবং শিশুদের ইউক্রেন থেকে অবৈধভাবে রাশিয়ায় নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে পুতিনের বিরুদ্ধে।

চিনের প্রেসিডেন্ট শি জিন পিং আগামী সপ্তাহে রাশিয়া সফর করবেন। এই বার্তা চিন সরকার দেওয়ার পর পরই আন্তর্জাতিক অপরাধ আদালতে জারি হলো রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা।

চিনের বিদেশ মন্ত্রক জানিয়েছে প্রায় চার বছরের মধ্যে এই প্রথম রাশিয়া সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট জিন পিং। তিনি ২০১৯ সালে রাশিয়া সফর করেছিলেন। বিবৃতিতে বলা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে চিনের প্রেসিডেন্ট আগামী ২০-২২ মার্চ রাশিয়া সফর করবেন। মস্কো সফরে পুতিনের সঙ্গে বিশেষ বৈঠক করবেন জিনপিং।