TMC: পাহাড় প্রমাণ অভিযোগের পাশাপাশি আলগা সংগঠন নিয়ে সাবধান করলেন মমতা

লাগাতার অভিযোগ উঠেছে টিএমসি (TMC ) দলের বিরুদ্ধে। দুর্নীতিতে অভিযুক্ত আরও মাথাদের নাম আসতে বাকি রয়েছে। তাই দলের নেতাদের সাবধান করলেন।

Mamata Banerjee

লাগাতার অভিযোগ উঠেছে টিএমসি (TMC ) দলের বিরুদ্ধে। দুর্নীতিতে অভিযুক্ত আরও মাথাদের নাম আসতে বাকি রয়েছে। তাই দলের নেতাদের সাবধান করলেন। একইসঙ্গে বার্তা দিলেন সমস্ত কিছুকে উপেক্ষা করে জনসংযোগে ব্রত থাকতে৷ কিন্তু আলগা সংগঠন! দলের আলগা সংগঠন নিয়ে চিন্তায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেও। যা দলের ভোট পুনরায় উদ্ধারের জন্য সমস্যার কারণ হতে পারে৷

গত বিধানসভা নির্বাচনের পর রাজ্য রাজনীতির মানচিত্র অনেকটাই পরিবর্তন হয়েছে৷ সংখ্যালঘু ভোট আগের তুলনায় কমেছে। তেমনই দলের কিছু নেতাদের কার্যকলাপে অসন্তুষ্ট পুরাতনেরা। সক্রিয় রাজনীতি থেকে সরে যাওয়ায় আলগা হয়েছে সংগঠন। তার ওপর দলের উঁচু তলার কর্মীদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ নিয়ে নীচুতলার কর্মীরা অসন্তুষ্ট। তাই বিধানসভার ভোট ফেরাত্ব মরিয়া তৃণমূল সুপ্রিমো।

দিদির দূত কর্মসূচির মাধ্যমে পঞ্চায়েত ভোটের আগে জন সমর্থন আদায় করতে নেমেছিল তৃণমূল৷ কিন্তু সেখানেও দলের নেতাদের গাফিলতি বারবার নজরে এসেছে৷ এর জন্য তৃণমূল সুপ্রিমোর কাছে ধমক খেলেন ফিরহাদ হাকিম৷ ২৪ এর নির্বাচনের দিকে তাকিয়ে সরকারি প্রকল্পের প্রচার ও মানুষের সমস্যা সমাধানের ওপর জোর দিচ্ছে তৃণমূল৷ একইসঙ্গে বিভিন্ন জেলায় নিযুক্ত করা হয়েছে পর্যবেক্ষক৷

হাওড়া ও হুগলির দায়িত্ব পেয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মন্ত্রী অরূপ বিশ্বাসকে দেওয়া হয়েছে নদিয়া, দার্জিলিং ও পূর্ব বর্ধমানের দায়িত্ব। এছাড়া মানস ভুঁইয়া দেখবেন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ার সংগঠন সামলাবেন মলয় ঘটক। সাবিনা ইয়াসমিন ও সিদ্দিকুল্লা চৌধুরীকে দেওয়া হয়েছে মালদহ, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরের দায়িত্ব। আর দক্ষিণ দিনাজপুরের দায়িত্বে তাপস রায়। গৌতম দেবের নজরে থাকবে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি।

তবে জেলে কেষ্ট যাওয়ার পর বীরভূমের সংগঠন কাকে দেওয়া হবে? তা নিয়ে জল্পনা চলছিল৷ অনেকেই মনে করছিলেন শতাব্দীর পাশাপাশি নানুরের কাজল শেখকে দায়িত্ব দিতে পারেন মমতা। কিন্তু নিজের হাতে দায়িত্ব রাখলেন তিনি৷